চুক্তিতে লিভিংস্টোন, বাদ জেসন রয়

দীর্ঘদিন ধরেই নিজের চিরচেনা ফর্মে নেই জেসন রয়। গুঞ্জন উঠেছিল, কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার। অবশেষে সে গুঞ্জনকেই সত্যি প্রমাণ করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে রয়ের বাদ পড়ার দিনে সুখবর পেলেন লিয়াম লিভিংস্টোন। প্রথমবারের মতো ইসিবির চুক্তিতে ডাক পেয়েছেন বিধ্বংসী অলরাউন্ডার।
অবসর নেয়ার কারণে চুক্তিতে নেই সাবেক অধিনায়ক ইয়ন মরগান। ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন ররি বার্নস, ডম বেস, ক্রিস জর্ডান ও টম কারান। মঙ্গলবার কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ইসিবি।
নতুন মৌসুমের চুক্তিতে ৩০ জন ক্রিকেটারের নাম রয়েছে। দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও চুক্তিতে ফিরেছেন জফরা আর্চার। ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন বেন ফোকস, হ্যারি ব্রুক্স ও রিস টপলি।
এক নজরে চুক্তিতে থাকা ক্রিকেটাররা-
পূর্ণাঙ্গ চুক্তিতে যারা- মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ফোকস, জ্যাক লিচ, লিয়াম লিভিংস্টোন, অলি পোপ, আদিল রশিদ, ওলি রবিনসন, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।
ইনক্রিমেন্ট কন্ট্রাক্ট- হ্যারি ব্রুক্স, ডেভিড মালান, ম্যাথু পটস, জেসন রয়, রিস টপলি ও ডেভিড উইলি।
পেস বোলিং ডেভলপমেন্ট কন্ট্রাক্ট- ব্রেডন কার্স, ম্যাথু ফিশার, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, জেমি ওভারটন ও ওলি স্টোন।