বিশ্বকাপে প্রিটোরিয়াসের বদলি খুঁজে নিলো দক্ষিণ আফ্রিকা

ইনজুরির কারণে গত ৬ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ডোয়াইন প্রিটোরিয়াস। ৬ দিন পরে তার বদলি ঘোষণা করলো ক্রিকেট সাউথ আফ্রিকা। আসন্ন বিশ্বকাপে প্রিটোরিয়াসের জায়গায় দলে সুযোগ পেয়েছেন মার্কো জেনসেন।
ভারতের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বাম হাতের বুড়ো আঙুলে চোট পান প্রিটোরিয়াস। পরে জানা যায়, ডানহাতি পেসারের আঙুলে চিড় ধরেছে। আর তাতে কপাল খুলেছে ২২ বছর বয়সী জেনসেনের।
বিশ্বকাপের মূল স্কোয়াডে নাম না এলেও আগে থেকেই স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন জেনসেন। তাই প্রিটোরিয়াস ইনজুরিতে পড়ায় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে সুযোগ পেয়ে যান তিনি। সেখানে ভালো পারফর্ম করায় এবার বিশ্বকাপের দলে চলে এসেছেন ডানহাতি এ পেসার। এদিকে স্ট্যান্ডবাই থেকে জেনসেন মূল দলে চলে আসায় রিজার্ভের তালিকায় লিজাড উইলিয়ামসকে ভিড়িয়েছে প্রোটিয়ারা।
গত বিশ্বকাপে সাউথ আফ্রিকার যৌথ শীর্ষ উইকেট শিকারি ছিলেন প্রিটোরিয়াস। এই বছর আটটি টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ১২টি উইকেট। তাই ফর্মে থাকা এ পেসারকে হারিয়ে ছন্দহীন হয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে সাউথ আফ্রিকার শিবিরে।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, হেনরিখ ক্লাসেন, রেজা হেনড্রিক্স, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, ওয়েইন পারনেল, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাব্রাইজ শামসি এবং ট্রিস্টান স্টাবস।
স্ট্যান্ড বাই- বিজর্ন ফর্টুইন, লিজাড উইলিয়ামস এবং আন্দিলে ফেহলুকায়ো।
এনইআর/এটি