ভলিবলে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তঃকলেজ ও আন্তঃবিশ্বিবিদ্যালয় নারী ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয় ২-০ সেটে হারিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে। প্রথম সেটে ঢাবি ২৫-১০ ও দ্বিতীয় সেটে ২৫-১৩ পয়েন্টে জয়লাভ করে।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ২-১ সেটে সাউথ ব্রিজ স্কুল এন্ড কলেজকে হারায়। প্রথম সেট ২৫-১৪ পয়েন্টে জিতে লিড নেয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় সাউথ ব্রিজ, জেতে ২১-২৫ পয়েন্টে। তৃতীয় সেটটি ব্র্যাক ১৫-০৪ সেটে জিতে তৃতীয় স্থান অর্জন করে।
টুর্নামেন্টটির সেমিফাইনালও অনুষ্ঠিত হয়েছে আজ। প্রথম সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্র্যাককে এবং দ্বিতীয় সেমিফাইনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাউথ ব্রিজকে পরাজিত করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়ত্রী সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার প্রদান করেন ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নারী ভলিবল কমিটির চেয়ারম্যান এবং অতিরিক্ত ডিআইজি সৈয়দা জান্নাত আরা। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আশিকুর রহমান মিকুসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এজেড/এনইআর