যুব আরচ্যারির দ্বিতীয় দিনে যা ঘটেছে

সোমবার শেখ রাসেল ৪র্থ তীর জাতীয় যুব আরচ্যারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে কম্পাউন্ড বিভাগের ৪টি গোল্ড মেডেল ম্যাচ অনুষ্ঠিত হয়। কম্পাউন্ড জুনিয়র ক্যাটাগরির পুরুষ একক ইভেন্টে হিমু বাছাড় ১৪৫-১৩৭ স্কোরের ব্যবধানে মো: আসিফ মাহমুদ বাপ্পী কে পরাজিত করে গোল্ড, তৌহিদ হাসান তন্ময় ১৪৫-১৩৬ স্কোরের ব্যবধানে ভানরুম বম কে পরাজিত করে ব্রোঞ্জ পদক লাভ করেন।
কম্পাউন্ড জুনিয়র ক্যাটাগরির নারী এককে পুস্পিতা জামান ১৪৫-১৩০ স্কোরের ব্যবধানে জান্নাতুল ফেরদৌস কে হারিয়ে গোল্ড এবং সুমাইয়া খাতুন ৯৮-৭৮ স্কোরের ব্যবধানে পান্না বড়ুয়া কে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন।
কম্পাউন্ড ক্যাডেট ক্যাটাগরির পুরুষ এককে গোল্ড মেডেল ম্যাচে তপু রায় ও শেখ আশরাফিল ইসলাম এর প্রথমবার ড্র হয়। পরবর্তীতে উভয়েই পেনাল্টিতে গোল্ড জেতেন তপু রায়। ব্রোঞ্জ মেডেল ম্যাচে আল শাহরিয়ার জয় ১৩৬-১১৭ স্কোরের ব্যবধানে আফিফ বিন ওমরকে হারান।
কম্পাউন্ড ক্যাডেট ক্যাটাগরির নারী এককে উম্মে হাবিবা অনন্যা ১২২-১২১ স্কোরের ব্যবধানে মোসাম্মৎ উর্মি খাতুন কে পরাজিত করে গোল্ড এবং লিলি দাস ১১১-৬১ স্কোরের ব্যবধানে মোসাম্মৎ কুলছুম আক্তার মনি কে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন।
তিন দিন ব্যাপী প্রতিযোগিতার শেষ দিন আগামীকাল।
এজেড/এনইআর