অস্ট্রেলিয়ার আর্মিদের সঙ্গে খেললেন জাহানারা-লতারা

মঙ্গলবার হোম অফ ক্রিকেটের ঝলমলে আলোতে দেখা মিললো অস্ট্রেলিয়ার বেশকিছু নারী ক্রিকেটারদের। অবশ্য তারা কেউই আসলে পেশাদার ক্রিকেটার না। অস্ট্রেলিয়া আর্মির কয়েকজন নারী সদস্য, অবসর সময়ে বাংলাদেশে এসেছেন ছুটি কাটাতে। এমন অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে দেশটির এই সদস্যরা ইচ্ছে প্রকাশ করেছেন ছুটির সময়টাতে ক্রিকেট খেলার। বিসিবিও সে কথায় সায় দেয়। ফলে বাংলাদেশ নারী দলের সাথে মাঠে গড়ায় দশ ওভারের একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ।
এসময় মিরপুরে বাংলাদেশ নারী দলের কয়েকজন ক্রিকেটারকে দেখা যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন ছিলেন লতা, মারুফা, জাহানারা। ক্রিকেট সম্পর্কে তেমন ভালো জ্ঞান না থাকা অজিদের আর্মি নারী দলের বিপক্ষে বাংলাদেশের দলকে নেতৃত্ব দিয়েছেন তারকা পেসার জাহানারা আলম। ম্যাচ শেষে গণামাধ্যমে কথা বলে এই পেসার জানালেন শুধুমাত্র বিনোদনের উদ্দেশেই আয়োজিত হয়েছে এ ম্যাচ।
জাহানারা বলেন, ‘বোর্ডের মাধ্যমে আমরা যখন জানতে পেরেছি ওরা এসেছে। ওরা শুধু এখানে একটু ট্রেনিং সেশন করবে, ম্যাচ খেলবে। আমরা ঢাকাতে যারা আছি, তারা এসে ওদের সাথে পরিচিত হলাম। এরপর ওদের সাপোর্ট করার জন্য একটা মজার ম্যাচ খেললাম। এটুকুই...।’
জাহানারার মতে, খেলায় দারুণ মজা হয়েছে। ছুটি কাটাতে এসেছে তারা, হয়তো শুক্রবারই ফিরে যাবে, খেলা শেষে এমনটিই জানান টাইগ্রেস পেসার।
এ নিয়ে জাহানারা বলেন, ‘আমরা খুবই ইনজয় করেছি, ওরা অস্ট্রেলিয়ার আর্মি টিম। ওরা হয়তো শুক্রবার দেশে ফিরবে, খুব স্বল্প সময়ের জন্য এসছে। ওরা যেহেতু চাকরি করে, ওদের কাছে এটা একটা ছুটির মতো। আমরা তো পেশাদার ক্রিকেটার। আমাদের মনে হয়েছে একটা দেশ আসছে। চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে যথেষ্ট সম্মান দেওয়ার এবং সম্মানটা নেওয়ার জন্য। এটা সম্মানের ব্যাপার, আমরা খুব ইনজয় করেছি।’
জাহানারা যোগ করেন, ‘জাতীয় দলে আমরা যখন খেলি তখন আমরা সিরিয়াস হয়ে যাই। আমাদের ফেস দেখবেন তখন, এখন আমরা বলছিলাম যে বলটা আস্তে করতে। আমরা যারা আমাদের দেশ থেকে অংশগ্রহণ করেছি, আমরা কম খেলে ওদেরকে বেশি খেলার সুযোগ দিয়েছি। আমাদের দলে মধ্যে আমি যেহেতু লিড করেছি, আমি বলছিলাম আমরা যারা পুরাতন খেলোয়াড় আমরা না যাই, ওরা একটু সুযোগ পাক। ওরা মেইনলি আসছে কিন্তু খেলার জন্য, সো ওরা সুযোগটা পাক এবং ইনজয় করুক।’
এসএইচ/এনইআর