এবার রংপুরে যোগ দিলেন রউফ

নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের দিনক্ষণ চূড়ান্ত, শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। যে কারণে এখন থেকেই শুরু হয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনের কার্যক্রম। সিলেটের পর সেই তালিকায় যুক্ত রয়েছে রংপুর রাইডার্সের নাম। গতকাল দলটি তাদের দলে ভিড়িয়েছিল পাকিস্তানি তারকা অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে। আজ বৃহস্পতিবার আরেক পাকিস্তানি পেসার হারিস রউফকে নিয়েছে তারা।
রংপুর রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সে পোস্টের হারিস রউফের ছবি যোগ করে তারা লিখেছে, ‘লাহোর থেকে জয়ের লড়াইয়ে যোগ দিচ্ছেন হারিস রউফ।’
এর আগে গতকাল বুধবার এবারের আসরের প্রথম দল হিসেবে বিপিএলের লোগো উন্মোচন করে সিলেট সিক্সারস। রাজধানীর অভিজাত এক হোটেলে সিলেট দল ঘোষণা করেছে তাদের আইকন ক্রিকেটারসহ কোচিং স্টাফদের নাম। সিলেটের আইকন হিসেবে রয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এসএইচ/এটি