কিংস অ্যারেনায় 'দামাল', ফুটবল-শোবিজের মেলবন্ধন

অন্য দিনগুলোর তুলনায় বসুন্ধরা কিংস অ্যারেনায় আজকের দিনটি ছিল একটু ভিন্ন। আজ বিকেলে কিংস অ্যারেনায় দামাল সিনেমার কুশীলবদের সঙ্গে ফুটবল খেলেছেন জামাল ভূইয়ারা। প্রীতি ম্যাচ হলেও ৯০ মিনিটের খেলাই হয়েছে। ম্যাচে হারেনি কোনো দলই। ১-১ গোলে ড্র হয়েছে খেলা।
জামাল ভূইয়া গত মৌসুমে খেলেছেন সাইফ স্পোর্টিংয়ের হয়ে। আজ বিকেলে তিনি খেলেছেন বসুন্ধরা কিংসের হয়ে। বসুন্ধরা কিংসের হয়ে এই ম্যাচে গোল করেছেন মোরসালিন। দামালের হয়ে ম্যাচে সমতা আনেন গোলরক্ষক জিকো। বসুন্ধরা কিংসের অতন্দ্র প্রহরী জিকো এই ম্যাচে খেলেছেন দামালের হয়ে। দামাল পেনাল্টি থেকে ম্যাচে সমতা আনে। সেই পেনাল্টি কিক নেন জিকো। দামাল সিনেমায় অভিনয় করা সিয়াম, রাজসহ আরো অনেক কুশীলবই খেলেছেন আজকের ম্যাচে।
ম্যাচ শেষে জামাল ভূইয়া দামালের প্রতি শুভ কামনা জানিয়ে বলেন, 'এ রকম একটি ম্যাচ খেলতে পেরে আমি খুবই খুশি। সিনেমাটা যেহেতু ফুটবল নিয়ে তাই আমি খুব আগ্রহ নিয়ে আছি দেখার জন্য। আশা করি দর্শকরা সিনেমা উপভোগ করবে। বিশ্বকাপ ফুটবলের আগ মুহুর্তে এই সিনেমা খুবই সময় উপযোগী।'
অনেক সিনেমায় অভিনয় করলেও এই সিনেমায় অভিনয় করে বেশ আপ্লুত সিয়াম-রাজরা, 'স্বাধীনতা মুক্তিযুদ্ধের সঙ্গে ফুটবল নিয়ে ঐতিহাসিক ছবি করতে পেরে খুবই খুশি তারা। এমন কাজ সচারচর করা হয় না। বাংলাদেশের পতাকা , ফুটবল নিয়ে এমন কাজ করতে পেরে দামাল টিম গর্বিত।'
এজেড/এনইআর