ছবিতে ছবিতে বাংলাদেশের জয়

বাংলাদেশের ক্রিকেটের জন্য আজকের দিনটি বিশেষ। সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে প্রথম জয় পেয়েছে টাইগাররা। অস্ট্রেলিয়ার হোবার্টে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল। দুর্বল প্রতিপক্ষ হলেও অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয় এটি। তাই উদযাপনের উপলক্ষ্য তো থাকছেই।

প্রথমে ব্যাটিং করে ১৪৪ রান করে বাংলাদেশ। রানা তাড়া করতে নেমে নেদারল্যান্ডস প্রথম দুই বলেই দুই উইকেট হারায়। হ্যাটট্রিকের সুযোগ থাকলেও পূরণ করতে পারেননি তাসকিন আহমেদ। তবে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনিই।


বাংলাদেশে চলছে সিত্রাংয়ের প্রভাব। অস্ট্রেলিয়ার হোবার্টেও চলছে থেমে থেমে বৃষ্টি। দুই দফা বৃষ্টিতে খেলা স্থগিত থাকলেও বাংলাদেশের জয়ে বাধা হতে পারেনি। কনকনে শীতের আবহাওয়ার মধ্যেও চলেছে খেলা। এই বৈরী পরিস্থিতিতেও অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশের প্রবাসীরা দলকে সমর্থন দিয়েছেন মাঠে গিয়ে। হোবার্টে বাংলাদেশি প্রবাসী একেবারেই কম। অনেক দূর রাজ্য থেকে এসে বাংলাদেশ দলকে সমর্থন দিয়েছেন প্রবাসীরা।

ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। একেবারে শেষ পর্যায়ে নেদারল্যান্ডস ক্ষীণ সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত ৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। আনন্দ উল্লাস করতে করতে গ্যালারী ছেড়েছেন বাংলাদেশি প্রবাসীরা।

এজেড/এনইআর