রোমান সানার ব্রোঞ্জে বিচলিত নন কোচ

টোকিও অলিম্পিকে খেলবেন বাংলাদেশের দেশ সেরা আরচ্যার রোমান সানা। রোমানকে নিয়ে পুরো দেশবাসীর স্বপ্ন। চলমান জাতীয় আরচ্যারি চ্যাম্পিয়নশিপে রোমান ব্রোঞ্জ জিতেছেন। রিকার্ভ এককে দেশসেরা আরচ্যারের ব্রোঞ্জ জেতায় ক্রীড়াঙ্গনের অনেকে হতাশ ও শঙ্কিত হলেও রোমানের জার্মান কোচ ফ্রেডরিক মার্টিন বিচলিত নন মোটেও, ‘সে ব্রোঞ্জ জিতলেও সঠিক পথেই রয়েছে। তার নিবেদন, অনুশীলন, সবই ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই। সে প্রতিদ্বন্দ্বিতা করেছে যথেষ্ট।’
রিকার্ভ এককে স্বর্ণ রোমানের অধীনে ছিল গত কয়েক বছর। এবার সেই স্বর্ণপদক হাতছাড়া হওয়ার কারণ সম্পর্কে কোচের বক্তব্য, ‘তার ঘাড়ে ব্যথা রয়েছে। ঘাড়ের ব্যথার কারণে কিছুটা প্রভাব পড়েছে।’
টোকিও অলিম্পিকের আগে এমন পারফরম্যান্স রোমানের জন্য চাপ কিনা এই প্রসঙ্গে কোচ বলেন, ‘ব্রোঞ্জ পদক জয়ের পর রোমান আমার কাছে এসেছিল। আমি বলেছি, চিন্তার কোনো কারণ নেই। অনেক সময় রয়েছে এখনো। অনুশীলন ঠিক মতো চালিয়ে যেতে।’
কোচের কথায় অনুপ্রাণিত রোমান সানাও, ‘আমার উপর দেশবাসীর প্রত্যাশা, এটা আমি জানি। সেই প্রত্যাশা পুরণে আমি চেষ্টা করছি। সামনে বাংলাদেশ গেমস, বাংলাদেশ গেমসে আনসারের হয়ে সেরাটা দিতে চাই পাশাপাশি টোকিও অলিম্পিকের জন্য আরো প্রস্তুত হতে চাই।’
এবারের জাতীয় চ্যাম্পিয়নশীপ হচ্ছে কক্সবাজারে। কক্সবাজারে বাতাস তুলনামূলক বেশি। নতুন ভেন্যুটি পছন্দ হয়েছে জাতীয় দলের জার্মান কোচ মার্টিনের, ‘ভেন্যুটি দারুণ, বাতাস রয়েছে কিছুটা তবে এ রকম পরিবেশে আরচ্যারদের তৈরি হতে হবে। এখানে কিছু দিন অনুশীলন করতে পারলে ভালো হতো।’ জাতীয় চ্যাম্পিয়নশীপে দেশের অন্যতম সেরা দুই আরচ্যার মামুন ও শ্যামলী রায় অংশ নিতে পারছেন না দুই সংস্থার দাবির কারণে (পুলিশ ও আনসার দুই সংস্থা এই ২ জন আরচ্যারকে নিজেদের বলে দাবি করছে)। বিষয়টি পীড়া দিচ্ছে মার্টিনকে, ‘ওদের জন্য খুব খারাপ লাগছে। কিন্তু আমার ও ফেডারেশনের এখানে তেমন কিছু করার নেই।’
এজেড/এনইউ/এটি