আন্তর্জাতিক মানের রেফারির সন্ধানে হ্যান্ডবল

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে সবচেয়ে ব্যস্ত থাকে হ্যান্ডবল স্টেডিয়াম। জাতীয়, স্কুল, নারী সহ নানা প্রতিযোগিতা লেগেই থাকে হ্যান্ডবলে। খেলোয়াড় তৈরির পাশাপাশি এবার রেফারিংয়েও মনোযোগ দিয়েছে হ্যান্ডবল ফেডারেশন। হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের তত্ত্ববধায়নে চার দিন ব্যাপী রেফারিজ কোর্স হয়েছে। ১৯ জন পুরুষ ও ৮ নারী এই কোর্সে অংশ নেন। কোর্স শেষে সকলকে সার্টিফিকেট দিয়েছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন।
হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর বলেন, ‘একটি খেলার উন্নতির জন্য শুধু খেলোয়াড় তৈরিই যথেষ্ট নয়। এর পাশাপাশি প্রশিক্ষক,জাজদেরও মান উন্নয়ন করতে হয়। আমরা হ্যান্ডবল রেফারিদের মান উন্নয়নে কাজ করছি। আশা করি আমাদের রেফারিরা দেশের বাইরে বাশি বাজাবে।’
এই ধরনের কোর্স মান উন্নয়নে ভূমিকা রাখছে বলে জানান রেফারিরা। ঢাকা জেলা কোর্সের সমন্বয়কের দায়িত্ব পালন করেন হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন। প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন নাসির উল্লাহ লাভলু ও সহকারি প্রশিক্ষকের ভূমিকায় ছিলেন মোঃ শফিক।
এজেড/এনইউ/এটি