অজি শিবিরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে

স্বাগতিক দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পয়েন্ট টেবিলে খুব একটা ভালো অবস্থানে নেই অস্ট্রেলিয়া। এক জয় ও এক হারের সঙ্গে পরিত্যক্ত ম্যাচের ১ পয়েন্ট। সব মিলিয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বর স্থানে রয়েছে অ্যারন ফিঞ্চের দল। এর মধ্যে আবার মাথা চাড়া দিয়ে উঠেছে দলের ক্রিকেটারদের কোভিড পজিটিভের খবর। অ্যাডাম জাম্পা ও ম্যাথু ওয়েডের পর দলে আরও ক্রিকেটারদের কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলটির কোচ ম্যাকডোনাল্ড।
শুক্রবার বৃষ্টিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ ভেসে যাওয়ার পর সংবাদমাধ্যমকে ম্যাকডোনাল্ড জানান, দলের মধ্যে আক্রান্তের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ান কোচের মতে, এটি তার দলের মধ্যে ব্যাপকভাবে বিস্তার লাভ করতে শুরু করেছে।
ম্যাকডোনাল্ড এ সম্পর্কে বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো আক্রান্ত হওয়ার পরেও ওয়েডকে আজ-কাল খেলানো হতো অর্থাৎ প্রত্যেকই কোনো না কোনোভাবে আক্রান্ত এই ভাইরাসে। হ্যাঁ, অ্যাডাম জাম্পা একটু অসুস্থ ছিল। তাকে সেভাবেই পরিচর্যা করে ম্যাচের জন্য প্রস্তুত করা হয়েছে। কিন্তু ওয়েডের বিষয়টি ভিন্ন। তার কোনো লক্ষণ নেই এবং খেলার জন্য প্রস্তুত ছিল সে।'
করোনা আক্রান্ত হওয়ার পরে ওয়েডকে আলাদা রেখেই অনুশীলন করেছিল টিম অস্ট্রেলিয়া। যদিও এটা সবসময় হয় না, তবে এ সমস্যায় সব দলকেই পড়তে হতে পারে বলে মনে করেন তিনি।
ম্যাকডোনাল্ড বলেন, 'আক্রান্ত হওয়ার পর তাকে দল থেকে আলাদা করা হয়েছিল। সম্ভবত প্রথম ওকে আলাদা রেখে আমরা দল নিয়ে কাজ করেছি। এমনটা সাধারণত হয় না। কিন্তু হ্যাঁ, অন্য সব দলকেও এই সমস্যায় পড়তে হতে পারে।'
এসএইচ/এনইআর