ডুফার প্রীতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এভারগ্রীন

বিশ্বকাপ ফুটবলের আমেজ সবার মধ্যে ছড়িয়ে দিতে ঢাকা ইউনির্ভাসিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা) আয়োজন করেছে ডুফা ওয়ার্ল্ডকাপ ফুটবল ফেস্টিভ্যাল ২০২২। গতকাল (২৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনিসিয়াম মাঠে টুর্নামেন্টটি আয়োজিত হয়।
দিনব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করেন ৯০ দশকের সাড়া জাগানো ফুটবলার জুটি শেখ আসলাম এবং আরমান মিয়া। পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮০ দশকের সাড়া জাগানো ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু।
অতিথিরা ডুফার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি বিজড়িত জিমনেসিয়াম মাঠের কথা উল্লেখ করেন। সাবেক জাতীয় খেলোয়াড়রা শিশুদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ দেন যাতে ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের হারানো অতীত ফিরে আসে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের সকল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠনের নাম হল ডুফা।