বিপজ্জনক সূর্যকে ফেরালেন সাকিব

লোকেশ রাহুল মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন। তাতে ভর করেই বিরাট কোহলি আর সূর্যকুমার যাদব ঝড়ের আভাস দিচ্ছিলেন বাংলাদেশকে। তুলনামূলক বেশি ভয় দেখাচ্ছিলেন সূর্য। দারুণ এক বলে তাকেই বিদায় করলেন সাকিব আল হাসান।
ইনিংসের ১২তম ওভারে সাকিবই একবার সূর্যকে ফেরানোর সুযোগ তৈরি করেছিলেন। তার বলে সুইপ করতে গিয়ে সূর্যর ব্যাটে টপ-এজড হয়ে বলটা উঠে গিয়েছিল আকাশে। তবে মুস্তাফিজ ক্যাচটা তালুবন্দি করতে পারেননি। তার বুক ও হাতের মাঝে দিয়ে ফসকে যায় ক্যাচটা। সূর্য তখন ১১ রানে দাঁড়িয়ে।
এরপর ১৩তম ওভারে হাসান মাহমুদের ওপর চড়াও হন সূর্য। তিনটি চার মেরেছেন সে ওভারে। এরপরই আবার আক্রমণে আসেন সাকিব।
পয়েন্টের পেছনে বিস্তর ফাঁকা জায়গা রেখে স্টাম্পে বলটা করেছিলেন সাকিব। যেন চ্যালেঞ্জ জানিয়েছিলেন টি-টোয়েন্টির সেরা এই ব্যাটারকে, পারলে মেরে দেখাও!
সেই চ্যালেঞ্জটাই যেন নিতে চেয়েছিলেন সূর্য। জায়গা বানিয়ে পয়েন্টের ওপর দিয়ে বলটা পাঠিয়ে দিতে চাইছিলেন বাউন্ডারিতে। শেষমেশ সে চেষ্টায় সফল হননি তিনি, মিস করে গেছেন পুরোপুরি। বলটা গিয়ে আঘাত হেনেছে স্টাম্পে। ১৬ বলে ৩০ করে দলীয় ১১৬ রানে বিদায় নেন সূর্যকুমার যাদব।
এনইউ