বিশ্বকাপে সবার চেয়ে এগিয়ে কোহলি

বিরাট কোহলি মাঠে নামবেন আর রেকর্ড গড়বেন না তা কী করে হয়! গত দুই বছর ধরে চিরচেনা ফর্মে না থাকলেও এশিয়া কাপ থেকেই আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছেন তারকা এই ব্যাটার। তাতেই রেকর্ড ভাঙা-গড়ার খেলায় আবারও নাম চলে এসেছে সাবেক ভারতীয় অধিনায়কের।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও নিজের ফর্মের চূড়ান্ত অবস্থায় ফিরেছেন কোহলি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলে দলকে শুধু অবিশ্বাস্য জয়ই এনে দেননি, হয়েছেন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকও। এ মাইলফলক অর্জনে তাকে পেছনে ফেলতে হয়েছে সতীর্থ রোহিত শর্মা ও মার্টিন গাপটিলকে।
রেকর্ডের খাতাটা এখানেই শেষ নয়। বুধবার সুপার টুয়েলভের চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৬৪ রানের ইনিংস খেলে আরও এক বিশাল মাইলফলকের মালিক হয়েছেন কোহলি। মাহেলা জয়বর্ধনেকে পেছনে ফেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন কোহলি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ২৫টি ম্যাচ খেলেছেন কোহলি। তাতে তার গড় এখন ৮৩ এর বেশি, সেটিও বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। তার পরে আছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার মাইক হাসি। ২১ ম্যাচ খেলে ৪৩৭ রান করেছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ক্রিস গেইল। ৩৫ ম্যাচ খেলে ৯৬৫ রান করেছেন তিনি। ৩৭ ম্যাচে ৯২১ রান নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।