কান্নায় ভেঙে পড়া বাবা-মেয়ের সাথে সাকিবরা

ভারতের বিপক্ষে শেষ ওভারের ফয়সালায় বাংলাদেশ হেরেছিল ৫ রানে। সেই হারে সেমিফাইনালের স্বপ্ন এক প্রকার বন্ধ হয়ে যায় সাকিব আল হাসানের দলের। সেদিন ম্যাচ হারের পর অ্যাডিলেডের গ্যালারিতে বাংলাদেশি বংশোদ্ভূত বাবা-মেয়ের কান্নার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। দেখা যায় গায়ে বাঘের পোশাক পরা বাবাকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদছে ছোট্ট একটি মেয়ে। আজ সেই বাবা-মেয়ের সাথে দেখা করেছেন সাকিবরা।
অ্যাডিলেডে শনিবার আলোচিত সেই বাবা-মেয়ের সঙ্গে দেখা করেছে টিম টাইগারস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বেশকিছু ছবি পাওয়া গেছে। সাকিব আল হাসান থেকে শুরু করে শ্রীধরন শ্রীরামকে ছবি তুলতে দেখা গেছে তাদের সঙ্গে। কান্না ভেজা ছবির পর আজ তাদের হাসিমুখের ছবি হয়তো বেশ স্বস্তি দেবে টিম টাইগার্সকে। পাকিস্তান ম্যাচে নামার আগে এটি কাজ করতে পারে ‘টনিক’ হিসেবেও!
ওপেনার লিটন দাস, মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন, পেসার হাসান মাহমুদ, ফর্মের তুঙ্গে থাকা পেসার তাসকিন আহমেদকে দেখা যায় ওই বাবা-মেয়ের সঙ্গে। এছাড়া স্পিনার নাসুম আহমেদ, উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানও ছিলেন সেখানে। টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামকেও ফ্রেমবন্দি হতে দেখা গেছে বাবা-মেয়ের সাথে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল রোববার অ্যাডিলেড ওভালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায়।
এসএইচ/এনইআর