সেমিফাইনালে নেই বিতর্কিত সেই আম্পায়াররা

আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দাগ কেটেছে অনেকের মনে। বিশেষ করে বাংলাদেশ দল তো এবার বাজে আম্পায়ারিংয়ের বড় শিকার। শেষমেষ এ বিষয়ে নড়েচড়ে বসেছে আইসিসি। সেমিফাইনাল-ফাইনালে থাকছে না সেই বিতর্কিত আম্পায়ার।
রোববার পাকিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে শুরুতে ভালোই লড়ছিল বাংলাদেশ। কিন্তু ভুল আম্পায়ারিংয়ে সাকিবের আউটের পর সর্বনাশ। শাদাব খানের লো ফুলটস বল সাকিবের পায়ে লাগলে আম্পায়ার এলবিডব্লিউ আউট দেন। তৎক্ষণাৎ সাকিব রিভিউ নিলে স্পষ্ট দেখা যায়, বল ব্যাটে লেগছে। কিন্তু থার্ড আম্পায়ার ল্যাংটন রুসেরে বারবার রিপ্লে দেখেও আউটের ইশারা করেন সেটাকে। একই আম্পায়ারের বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে অস্ট্রেলিয়াও। আফগানিস্তানের বিপক্ষে অজিদের শেষ ম্যাচে ৫ বলে ওভার দিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি করেছেন জিম্বাবুয়ের এই আম্পায়ার।
সোমবার এক বিবৃতিতে সেমিফাইনাল ও ফাইনালে দায়িত্বপ্রাপ্ত আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। সে অনুযায়ী, পাকিস্তান নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনালে ফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে থাকবেন মারাইস ইরাসমাস এবং রিচার্ড ইলিংওর্থ। ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয়েছে রিচার্ড কেটেলবরোকে। চতুর্থ আম্পায়ার এবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন যথাক্রমে মাইকেল গফ এবং ক্রিস ব্রড।
দ্বিতীয় সেমিফাইনাল অর্থাৎ ভারত-ইংল্যান্ড ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কুমার ধর্মসেনা ও পল রাইফেলকে। ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসাবে থাকছেন নিউজিল্যান্ডের ক্রিস গাফানি। তাদের সহযোগিতার জন্য চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন রড টাকার। এছাড়া ম্যাচ রেফারির দায়িত্ব পেয়েছেন ডেভিড বুন।
ফাইনাল ম্যাচের আম্পায়ারদের তালিকা অবশ্য এখনো জানানো হয়নি। সেমিফািনালের পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আপাতত জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এনইআর