ফিটনেস টেস্টে পাস মাশরাফি

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে নাম না থাকলেও আসরের মাঝপথে এসে সবচেয়ে বেশি আলোচনায় মাশরাফি বিন মুর্তজা। ফিটনেস না থাকায় প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়নি বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে।
তবে তখন জানানো হয়েছিল খেলার জন্য প্রস্তুত হলে টুর্নামেন্টের মাঝপথেই খেলতে পারবেন তিনি। একাধিক দল তাকে চাইলে লটারিতে দল নির্ধারণ করার কথাও সে সময়ই জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কয়েকদিন আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হঠাৎই অনুশীলনে ফিরেন মাশরাফি। এরপর থেকেই জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে নিজেদের দলে নেয়ার ইচ্ছে প্রকাশ করে ফরচুন বরিশাল ও জেমকন খুলনা।
শনিবার তাদের সঙ্গে যোগ দেয় মিনিস্টার গ্রুপ রাজশাহীও। এমনকি তার ইচ্ছে থাকলে মাশরাফিকে অধিনায়কত্ব দেয়ার ইচ্ছের কথাও জানায় তারা। দলগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা মাশরাফি ফিটনেস টেস্ট দিয়েছেন রোববার।
বিপ টেস্টে বিসিবির দেয়া পাস মার্ক উতরে গেছেন তিনি।
মাশরাফির ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবির ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার বলেন, ‘মাশরাফি আজ সকালে ফিটনেস টেস্ট দিয়েছিলেন। সে টেস্টে উতরে গেছে। এখন বঙ্গবন্ধু টুর্নামেন্টে সে খেলতে পারবে। তবে কী প্রক্রিয়ায় খেলবে, সেটা বোর্ড নির্ধারণ করবে।’
ফিটনেস টেস্ট উতরে গেলেও মাশরাফি কোন দলে খেলবেন তা এখনো নিশ্চিত হয়নি। তার দল নির্বাচনের লটারি হতে পারে রোববারই। এরপরই নির্ধারিত হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে কোন দলে খেলবেন এই পেসার।
এমএইচ