সুন্দরের আক্ষেপ

ভারত অলআউট হয়ে গেছে। কতবারই তো হয়। ব্যাটসম্যান আসবেন ক্রিজে, আউট হবেন। এটাই তো নিয়ম। টেস্ট ক্রিকেটে অলআউট হওয়া চেনা দৃশ্য। কিন্তু এই অলআউট হওয়া যেন অন্যরকম। ওয়াশিংটন সুন্দর বসে পড়েছেন ক্রিজে, তিনি কি কাঁদছেন?
আগের দিন ভারত চলে গিয়েছিল খাদের কিনারে। ঋষভ পান্ত সেঞ্চুরি করে সেখান থেকে উদ্ধার করেছেন। পার্শ্চ চরিত্র হয়ে আড়ালে ছিলেন ওয়াশিংটন সুন্দর। পান্তের সঙ্গে জুটি গড়ে যিনিও করতে পারেন কৃতিত্বের দাবি। সেটা না করলেও আজ সুযোগ ছিল অন্যরকম এক দিন হওয়ার। সুন্দরের জীবনের, ক্যারিয়ারেরও।
তিন টেস্টের আন্তর্জাতিক ক্যারিয়ার, সেঞ্চুরির দেখা পাননি। পেয়েছেন দুই ফিফটি। ঘরোয়া ক্রিকেটেও সেঞ্চুরি কেবল একটি। নিজের সেঞ্চুরি ভাগ্যটা যে খুব খারাপ, বলতেই পারেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদ টেস্টে যখন দুর্দান্ত খেলে সিরাজ সেঞ্চুরির অপেক্ষাতে।
রুটের শেষ ওভারে সুন্দর রান নিতে চেয়েছিলেন। অক্ষর প্যাটেল আউট হওয়াতে হয়নি সেটা। নতুন ওভারে পান স্ট্রাইকে ছিলেন নতুন ব্যাটসম্যান ইশান্ত শর্মা। এলবিডব্লিউ হয়ে প্রথম বলেই সাজঘরে ফেরত যান তিনি। এরপর আসেন মোহাম্মদ সিরাজ। শেষ ব্যাটসম্যান তিনি।
কিন্তু দুই বল ঠেকিয়ে তৃতীয় বলেই আউট হন সিরাজ। শেষ হয় সুন্দরের আশা নিরাশার দোলাচল। সুন্দর বসে পড়েন এমন আক্ষেপ নিয়ে। ১০ চার আর ১ ছক্কায় ১৭৪ বলে ৯৬ রানে অপরাজিত থেকে।
তবে সুন্দরের আক্ষেপ থাকলেও ভারত আছে বেশ ভালো অবস্থানে। প্রথম ইনিংসে তারা পেয়েছে ১৬০ রানের বড় লিড।
এমএইচ/এটি