কামরান আকমলকে আইনি নোটিশ পাঠাল পাকিস্তান ক্রিকেট

পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলকে তলব করেছে পিসিবি। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে মিডিয়াতে মানহানি এবং আপত্তিকর মন্তব্যের। এমন অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আইনি নোটিশ পাঠিয়েছেন কামরানকে। কামরানের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানি সংবাদ মাধ্যমকে সে সূত্র বলছে, ‘কামরানের বিরুদ্ধে তারা ঠিক কী অভিযোগ করেছে তা আমি জানি না, তবে স্পষ্টতই আইনি নোটিশ পাঠানো হয়েছে কারণ চেয়ারম্যান মনে করেন কামরান তার সম্পর্কে মিডিয়াতে মানহানিকর, মিথ্যা এবং আপত্তিকর মন্তব্য করেছেন।’
সেই সূত্র আরো বলছেন, ‘পিসিবির আইনি দলকে বলা হয়েছে যে কোনো প্রাক্তন খেলোয়াড়ের তার নিজস্ব ইউটিউব চ্যানেলে বা টেলিভিশন চ্যানেলে কোনো মন্তব্য মানহানিকর, আপত্তিকর, ব্যক্তিগত, মিথ্যা এবং পাকিস্তান ক্রিকেটের জন্য ক্ষতিকর বলে প্রমাণিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে।’
বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচ হেরে যাওয়ার পর এবং রোববার ইংল্যান্ডের কাছে ফাইনালে পরাজিত হওয়ার পরেও পাকিস্তান দলের সমালোচনায় কিছু প্রাক্তন খেলোয়াড় রুদ্রমূর্তি ধারণ করেছিলেন। এমনকি কেউ কেউ বোর্ড ও টিম ম্যানেজমেন্টে পরিবর্তনেরও আহ্বান জানিয়েছেন। তাদের কেউ কেউ আবার বাবর আজমকেও অধিনায়কের পদ ছাড়তে বলেছেন। কামরান আকমলও সমালোচনা করেছিলেন, সে কারণেই এবার তাকে আইনি নোটিশ পাঠাল পিসিবি।
এসএইচ/এনইউ