রাজধানীতে পেনিয়া মাদ্রিদিস্তার মিলনমেলা

বাংলাদেশের প্রথম রিয়াল মাদ্রিদ অফিশিয়াল সমর্থকগোষ্ঠী ‘পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশ’ রিয়াল মাদ্রিদের ১১৯তম জন্মবার্ষিকীটি পালন করেছে। করোনা পরিস্থিতিকে মাথায় রেখে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর বনানীতে একত্রিত হয় দেশের নানান প্রান্তের রিয়াল মাদ্রিদ ক্লাবের ভক্তরা।
মূল পর্ব বেলা ১ টায় শুরু হলেও, এর প্রস্তুতি শুরু হয়েছিল বেশ কিছুদিন আগ থেকেই। সবাইকে স্বাগত জানিয়ে মিলনমেলার উদ্বোধন ঘোষণা করেন ক্লাবটির সভাপতি তানবির হোসাইন। এরপর একে একে এ মিলনমেলায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশের আরো কজন বোর্ড মেম্বার।
এরপর, নামাজ এবং মধ্যাহ্নভোজের বিরতি শেষে ভক্তদের মাঝে হয়ে যায় একটি কুইজ প্রতিযোগিতা। এ কুইজের মূল প্রতিপাদ্য বিষয় ছিল রিয়াল মাদ্রিদ ক্লাবটি নিয়ে নানান তথ্য। প্রতিযোগিতাটির বিজেতাকে উপহার দেওয়া হয় পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশের পক্ষ থেকে রিয়াল মাদ্রিদ ক্লাবের একটি বিশেষ জার্সি।
পুরো মিলনমেলা জুড়েই ভক্তদের মাঝে চলেছে কুশলাদি বিনিময়। সাথে উপস্থাপক এবং ফ্যান ক্লাবটির সদস্যদের মুখে শোনা যায় তাদের প্রথম অফিশিয়াল বাংলাদেশি রিয়াল মাদ্রিদ ফ্যান ক্লাব হওয়ার নেপথ্যে থাকা নানান গল্প। এরপর কেক কেটে উদযাপিত হয় রিয়াল মাদ্রিদের ১১৯তম জন্মবার্ষিকী। করোনা পরবর্তী পরিস্থিতিতে ক্লাবের এই মিলনমেলার পরিসর আরো বাড়ানোর আশাবাদও ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
এনইউ/এটি