বাংলাদেশ দল যাচ্ছে ১২ এপ্রিল, লঙ্কানরা আসছে ঈদের পর

আগামী ৯ মে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জমকালো আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএল চলাকালীন শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে টাইগাররা। এই সিরিজ খেলার জন্য আগামী ১২ এপ্রিল দেশ ছাড়বে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর থেকে আসার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২০ মে এদেশে আসবে লঙ্কানরা। রোববার (৭ মার্চ) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।।
এ প্রসঙ্গে সুজন বলেন, ‘দুটি টেস্ট একই জায়গায় হবে। বাংলাদেশ দল কলম্বোতে থাকবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দল সম্ভবত আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। প্রাথমিকভাবে ৬ থেকে ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, অন্য প্রটোকল যে সব আছে, এসবের মধ্যেই বাংলাদেশ দল থাকবে।’
শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে সপ্তাহ দুয়েকের বিশ্রাম পাবেন তামিম ইকবালরা। এরপর ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সে সিরিজ খেলতে আসন্ন ঈদুল ফিতরের পর অর্থাৎ ২০ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল।
নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, ‘আমরা আশা করছি আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার পরে আমাদের সাথে শ্রীলঙ্কার হোম সিরিজ হওয়ার কথা। তিন ম্যাচের ওডিআই সিরিজ। এই তিনটা ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা মে মাসের ২০ তারিখের দিকে বাংলাদেশে আসবে।’
টিআইএস/এটি