জামাতা আফ্রিদির সফলতা কামনা শহীদ আফ্রিদির

একজন পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি, আরেকজন উঠতি তারকা। শহীদ আফ্রিদি পাকিস্তানের জার্সিতে সবশেষ মাঠে নেমেছেন ২০১৮ সালে, টি-টোয়েন্টি ফরম্যাটে। একই বছর একই ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক শাহীন আফ্রিদির। শহীদ আফ্রিদির ক্যারিয়ার যেখানে শেষ হয়েছে, ঠিক সেখান থেকেই শুরু করেছেন শাহীন আফ্রিদি।
দুই আফ্রিদির পারিবারিক বন্ধনটাও বেশ মজবুত হতে চলেছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, শহীদ আফ্রিদির বড় কন্যার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন শাহীন আফ্রিদি। রোববার সে খবরের সত্যতা নিজেই নিশ্চিত করেছেন শহীদ আফ্রিদি। নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। যেখানে জামাতা শাহীন আফ্রিদির সফলতা কামনা করেন তিনি।
সেই টুইটে শহীদ আফ্রিদি লিখেছেন, ‘শাহীনের পরিবার আমার মেয়ের সঙ্গে বিয়ের জন্য আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল। দুই পরিবারের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। যদি আল্লাহ চান, তবে এটি সম্ভব। মাঠের বাইরে ও মাঠে অবিচ্ছিন্ন সাফল্যের জন্য শাহীনের জন্য আমার প্রার্থনা রয়েছে।’
— Shahid Afridi (@SAfridiOfficial) March 7, 2021
টিআইএস