ব্রাজিলকে চমকে দিতে চায় সুইজারল্যান্ড

ব্রাজিলের পরপরই ছিল সুইজারল্যান্ডের প্রেস ব্রিফিং। ব্রাজিলের সময় সম্মেলন কক্ষ ছিল পরিপূর্ণ। তাদের প্রতিপক্ষের সময় সেটা নেমে দাঁড়ায় অর্ধেকে।
সুইজারল্যান্ড যখন সংবাদ সম্মেলনে তখন জাপানকে হারিয়ে চমক দিয়েছে কোস্টারিকা। এর পরের ম্যাচে র্যাংকিংয়ে দুই নম্বরধারী দল বেলজিয়ামকে হারিয়েছে মরক্কো। সৌদি আরবের আর্জেন্টিনা জয় তো বিশ্বকাপ ইতিহাসেরই অন্যতম সেরা অঘটন। এবারের বিশ্বকাপে বেশ কয়েকটি চমকই রয়েছে।
নেইমারবিহীন ব্রাজিলকে চমক দেয়ার চেষ্টা থাকবে সুইসদেরও। সুইজারল্যান্ডের কোচের ভাষ্য, ‘আমরা অবশ্যই নিজেদের সেরাটা দেয়ার জন্য প্রস্তুত। সারপ্রাইজ দেয়ার জন্য যা প্রয়োজন সেই সামর্থ্য ও যোগ্যতা আমাদের রয়েছে।’
ব্রাজিলের সম্মেলনে প্রতিপক্ষ সুইজারল্যান্ড নিয়ে মাত্র একটি প্রশ্ন হয়েছে। বাকি সব হয়েছে নেইমারকে নিয়ে। প্রতিপক্ষের চেয়ে নেইমারকে নিয়েই যত আলোচনা। সুইজারল্যান্ডের কোচ মুরাদ ইয়াকিনের মন্তব্য, ‘নেইমার না থাকা অবশ্যই তাদের জন্য একটা বড় ব্যাপার। তবে আমরা আমাদের খেলার দিকেই মনোযোগ দিচ্ছি। অন্য কিছুতে নয়।’
নেইমার নিয়ে সুইস অধিনায়ক জের্দান শাকিরির মত, ‘এটা আমাদের মতো ছোট দলের জন্য ভালো। তাদের ফোকাসটা নেইমারকে নিয়ে।’
ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকিনিয়োস আগামীকাল দুইশ ভাগ দিতে চান, ‘সুইজারল্যান্ড এমনিতেই দারুণ দল। বিশ্বকাপের মঞ্চে আরো বেশি। আমরা আগামীকালই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে চাই। এজন্য শতভাগ নয়, দুইশ ভাগ দিতে হবে। তারাও আমাদের জন্য তৈরি সেটা আমাদের জানা রয়েছে।’
এজেড/এনইউ