কোহলিকে বোল্ড করে এবাদতের ভোঁ-দৌড়

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের চোখেমুখে তখন রাজ্যের বিস্ময়। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির ষ্ট্যাম্প উপড়ে ফেলেছেন এবাদত হোসেন। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়েন গ্যালারিতে উপস্থিত বাংলাদেশের ১৫ হাজারেরও বেশি দর্শক।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত। শুরুতেই বিরাট কোহলিকে ফিরিয়ে বাংলাদেশকে দারুণ আনন্দের উপলক্ষ্য এনে দেন এবাদত।
ভারতের সবচেয়ে বড় অস্ত্রকে ফিরিয়ে এবাদতের উদযাপনটা ছিল বাঁধনহারা। আনন্দের স্রোতে ভেসে গেলেন তিনি। স্ট্যাম্প উপড়ে ফেলে দৌড় দেন গ্র্যান্ড স্ট্যান্ডের দিকে। তারপর দেখা যায় তার সিগনেচার স্যালুট। দৌড়ে গিয়ে দলের সব খেলোয়াড় তার উদযাপনে যোগ দেন।
৬ বলে ৫ রানের ইনিংস খেলে বিরাট এবাদতের বলে আউট হওয়ার সময় ভারতের দলীয় স্কোর ৭। এরপর দুই ওভার না যেতেই আবারও ভারত শিবিরে আঘাত হানেন পেসার মুস্তাফিজুর রহমান। তিনি ফেরান ওপেনার শিখর ধাওয়ানকে। মুস্তাফিজের করা বাউন্সে নিজেকে বাঁচাতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলে দেন ধাওয়ান। দলীয় ১৩ রানে ব্যক্তিগত ৮ রান করে ফিরে যান এই ওপেনার।
ইনজুরির কারণে ব্যাট করতে নামেননি ওপেনার রোহিত শর্মা। তার জায়গায় ইনিংস শুরু করতে আসেন কোহলি। ধারণা করা হচ্ছে আজকের ম্যাচ তো বটেই রোহিত শর্মা ছিটকে যেতে পারেন প্রথম টেস্ট থেকেও।
এনইআর/জেএস