মুশফিকের ফিফটি, চট্টগ্রামের লক্ষ্য ১৪৬

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এখনো পর্যন্ত অপরাজিত দল গাজী গ্রুপ চট্টগ্রাম। আসরে অংশ নেয়া বাকি চার দলকেই হারিয়েছে তারা। নিজেদের পঞ্চম ম্যাচে ঢাকার বিপক্ষে খেলতে নেমেছে দলটি।
যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আগে ব্যাট করে তাদের সামনে অধিনায়ক মুশফিকুর রহিমের ফিফটিতে ১৪৬ রানের লক্ষ্য দিয়েছে বেক্সিমকো ঢাকা।
দলীয় ১৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় ঢাকা। শরিফুল ইসলামের ওভারে ১১ বলে ১৩ রান করে সাজঘরে ফেরত যান ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। তারপর ব্যাটিংয়ে এসে শূন্য রানে সাজঘরে ফেরত যান তানজিদ হাসান তামিমও।
এই দিন ইনিংস উদ্বোধনে পাঠানো হয় সাব্বির রহমানকে। ব্যাটিং পজিশন বদলে গেলেও ফর্ম বদলায়নি তার।১০ বলে ৭ রান করে স্পিনার রাকিবুল হাসানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।
তার বিদায়ের পর দলের হাল ধরেন আগের ম্যাচে ফিফটি করা ইয়াসির আলি রাব্বি ও অধিনায়ক মুশফিকুর রহিম। দুজনে মিলে গড়েন ৮৬ রানের জুটি। ৩৮ বলে ৩৪ রান করে ইয়াসির আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন মুশফিক। ৭ চার ও ৩ ছক্কায় ৫০ বলে ৭৩ রান করেন তিনি।
এমএইচ