রান উৎসবের দিনে সেঞ্চুরি পেলেন কোহলিও

ঈশান কিশানের ডাবল সেঞ্চুরিতে চট্টগ্রামের শেষ ওয়ানডেতে রান পাহাড়ের দিকে ছুটছে ভারত। তবে এমন রান উৎসবে বড় অবদান আছে দলটির তারকা ব্যাটার বিরাট কোহলিরও। দুর্দান্ত ব্যাটিংয়ে শুরুতে ঈশানকে সঙ্গ দেওয়ার পর নিজেও যোগ দিয়েছেন চার-ছক্কার মিছিলে। তাতে দীর্ঘদিন পর ওয়ানডে সেঞ্চুরির দেখাটাও পেয়ে গেলেন ওয়ানডে ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার।
পাক্কা ৩ বছর ৩ মাস পর ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন বিরাট। সর্বশেষ তার ব্যাট থেকে শতক এসেছিল ২০১৯ সালের আগস্টে। এরপর টানা তিন বছর সব ফরম্যাটেই সেঞ্চুরি খরায় ভুগেছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এ ব্যাটার। খরা কেটেছে এ বছর সেপ্টেম্বরের এশিয়া কাপে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সেবার কাঙ্ক্ষিত সেঞ্চুরির দেখা পান কোহলি। এবার বাংলাদেশের বিপক্ষে কাটল ওয়ানডের খরা।
অনন্য সেঞ্চুরিতে দারুণ এক রেকর্ডের মালিকও হয়েছেন কোহলি। ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটা এখন তার দখলে। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরিতে কোহলির মোট সেঞ্চুরি এখন ৭২টি। আজকের সেঞ্চুরিতে তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবন্তি অধিনায়ক রিকি পন্টিংকে। ১০০ সেঞ্চুরি নিয়ে সবার উপরে আছেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার।
কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে ধীরে ধীরে ৪০০ রানের দিকে এগোচ্ছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লোকেশ রাহুলদের সংগ্রহ ৩৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৩০ রান। ১৩১ বলে ২১০ রানের রেকর্ড গড়া ইনিংস খেলে ফিরেছেন ঈশান কিশান।