পেলের অনুষ্ঠানে নেই ব্রাজিলিয়ানরা

কাতারের রাজধানী দোহার প্রাণকেন্দ্র মুশেরীব। সেই মুশেরীবের বুকে ছোট্ট লাতিন আমেরিকা গড়ে তুলেছে কনমেবল (দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন)। আজ রোববার সকালে কনমেবল পেলেকে স্মরণ ও সম্মান জানানোর অনুষ্ঠান আয়োজন করে। ব্রাজিলের এই কিংবদন্তির অনুষ্ঠানে দেখা যায়নি তাদের দেশের বড় কোনো তারকাকে।
পেলেকে নিয়ে অনুষ্ঠান আলোকিত করেছেন চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার দুই তারকা। এদের একজন ম্যারাডোনার সতীর্থ ও ১৯৮৬ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক নেরি পুম্পিদো ও আরেক জন বিশ্বকাপ না জিতলেও আর্জেন্টিনার জনপ্রিয় ফুটবলারদের একজন হ্যাভিয়ের জ্যানেত্তি।
পেলেকে নিয়ে অনুষ্ঠান বিশ্ব গণমাধ্যমের আগ্রহ ছিল রোনালদো, কাফু, কার্লোসরা আসবেন। কাফু, রোনালদো কাতার বিশ্বকাপের দূত হয়ে কাজ করছেন। দোহাতেই রয়েছেন তারা। এক শহরে থেকেও নিজ অঞ্চলের কনফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে কোনো তারকা না আসায় বিস্মিত হয়েছেন অনেকে। আয়োজক কনমেবলের সঙ্গে আলোচনা করে জানা গেল, তাদের পক্ষ থেকে অনেক সাবেক ব্রাজিলিয়ানের সঙ্গেই যোগাযোগ করা হয়েছে। এদের মধ্যে মাত্র একজন এসেছিলেন এবং তিনি খুব পরিচিত বা জনপ্রিয় কেউ নন।
এই বিশ্বকাপের মধ্যেই ম্যারাডোনার মৃত্যুবার্ষিকী ছিল। কনমবেল ম্যারাডোনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী স্মরণ করেছিল। সেই অনুষ্ঠানে এসেছিলেন ১৯৭৮ ও ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের দশ জনের বেশি সদস্য। তারা ম্যারাডোনাকে নিয়ে স্মৃতিচারণ এবং ম্যারাডোনার ট্রফি সম্বলিত ছবির টি-শার্টও পড়েন।
পেলেকে নিয়ে অনুষ্ঠানে ব্রাজিলের কোনো তারকাকেই দেখা যায়নি। ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় হওয়ায় অনেকেই বিমর্ষ। আবার অনেকের মতে, আয়োজকদের সময়সূচিও অনুপস্থিতির একটি কারণ হিসেবে উল্লেখ করেছেন। ইংল্যান্ড ও ফ্রান্সের ম্যাচ শেষ হয়েছে গতকাল রাত ১২ টার পর। সেই ম্যাচের ভেন্যু আল বায়াত স্টেডিয়াম দোহা থেকে সবচেয়ে দূরে। এত রাতে স্টেডিয়াম থেকে ম্যাচ উপভোগ করে আবার সকাল সাড়ে দশটার অনুষ্ঠানে উপস্থিত হওয়াটাও কঠিন অনেকের জন্য।
এজেড/এনইআর/এটি