তবুও পদত্যাগ করছেন না জিদান

শাখতার দোনেতস্কের কাছে ২-০ ব্যবধানে হারের পর চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের শঙ্কা জেগেছে রিয়াল মাদ্রিদ শিবিরে। বুধবার রাতে এই হারের পর থেকে কোচ জিনেদিন জিদানের পদত্যাগের গুঞ্জনও মাথাচাড়া দিয়ে উঠেছে ভালোভাবেই। তবে সে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ফরাসি এই কোচ জানালেন, পদত্যাগ করবেন না তিনি, চালিয়ে যাবেন লড়াই।
চ্যাম্পিয়ন্স লিগের’বি’ গ্রুপে গোলশূন্য প্রথমার্ধের পর বদলি হিসেবে মাঠে আসা দেন্তিনহো ও মানোর সলোমনের লক্ষ্যভেদ চলতি চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় হার নিশ্চিত করে রিয়ালের। গ্রুপের অন্য ম্যাচের ফলাফল অবশ্য বেশ আকর্ষণীয় শেষ দিনের আভাস দিয়ে রেখেছে।
অন্য ম্যাচে গ্রুপের শীর্ষে থাকা বরুসিয়া মুনশেনগ্লাডবাখ হেরেছে ইন্টারমিলানের কাছে। ফলে শেষ ম্যাচের আগে নিশ্চিত হচ্ছে না গ্রুপ চ্যাম্পিয়ন-রানার্স আপ কিংবা ইউরোপা লিগের জায়গাও। আগামী ৯ ডিসেম্বর শেষ ম্যাচে গ্লাডবাখকে হারালে রিয়াল উঠে যাবে শেষ ষোলয়। অন্য ম্যাচে ইন্টার মিলান শাখতারের কাছে হেরে বসলে বিদায় নেবে, শাখতার উঠবে দ্বিতীয় রাউন্ডে। সেক্ষেত্রে রিয়াল অবশ্য হেড টু হেডে পিছিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে গ্রুপ পর্ব পেরোবে। শেষ ম্যাচে ইন্টার জিতলে গ্রুপসেরা হবে রিয়াল।
শাখতারের কাছে এই হারটি ছিলো শেষ দশ ম্যাচে তাদের পঞ্চম হার। স্প্যানিশ লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে এমন পারফর্ম্যান্সের ফলে কোচ জিদানের পদ নিয়ে প্রশ্ন উঠছে ভালোভাবে। কোচ জিদান অবশ্য জানালেন, লড়াই করে যেতে চান তিনি। ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে বললেন, ‘আমি মোটেও পদত্যাগ করতে আগ্রহী নই, সেটা আমি করছিও না। আমরা লড়াই চালিয়ে যাবো। প্রথমার্ধে আমরা সত্যিই ভালো খেলেছি। আমি মনে করি আমরাই এগিয়ে যাওয়ার জন্যে যোগ্য ছিলাম, সেটা হলে পরিস্থিতিটাই বদলে যেতো। তাদের গোলগুলো আমাদের বেশ আঘাত করেছে।’
তিনি আরও যোগ করছেন, ‘এর আগেও কঠিন মূহুর্ত গিয়েছে আমাদের, সবসময়ই এমন সময় আসে। বাস্তবতাটা হচ্ছে, ফলাফল বিচারে আমাদের বাজে সময় চলছে। কিন্তু আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমার মনে হয় আমরা ভালোভাবেই প্রস্তুতি নিয়েছিলাম, প্রথমার্ধে ভালোও খেলেছি। আমাদের হাতে এক ম্যাচ বাকি, এ ম্যাচে জিততে হবে আর উতরে যাওয়ার ব্যাপারে ভাবতে হবে।‘
এ ম্যাচের পরই লা লিগায় শীর্ষ চারের প্রতিদ্বন্দ্বী সেভিয়ার মুখোমুখি হচ্ছে রিয়াল। এরপর বরুসিয়ার বিপক্ষে নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে বাঁচামরার লড়াইয়ে মুখোমুখি হবে দলটি। মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি পরদিনই। কঠিন এই সূচীর সামনে দাঁড়িয়ে কোচ জিদান বুক বাঁধছেন আশায়, ‘আমি মানসিকভাবে শক্তিশালী বোধ করছি। আমি সামর্থ্যের সবটা ঢেলে দেবো, যেমনটা সবসময়ই দেই। আমার মনে হয় খেলোয়াড়রাও করবে।
লিগে নিজেদের সর্বশেষ ম্যাচেও হার নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। তবে কোচ জিদান সে ম্যাচ থেকে ভিন্নভাবেই দেখছেন শাখতারের বিপক্ষে লড়াইটিকে, ‘আলাভেসের বিপক্ষে আমরা জয়ের যোগ্যই ছিলাম না। কিন্তু আজ আমার মনে হয়েছে আমরা ভালো খেলেছি। এটাই অবশ্য ফুটবল। নিজেদের মাথা উঁচু রাখতে হবে, বাজে সময়ে এটা ছাড়া অবশ্য আর কোনো উপায়ও নেই।
এনইউ