জামালের থাকা নিয়ে ভাবছেন না জেমি

জামাল ভূঁইয়াকে রেখেই নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছেন জাতীয় দলের ব্রিটিশ হেড কোচ জেমি ডে। বাংলাদেশ অধিনায়ক কলকাতা মোহামেডানের হয়ে আই লিগে চ্যাম্পিয়নশিপ রাউন্ড খেলছেন। বাংলাদেশ দল ১৮ তারিখে নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করার সম্ভাবনাই বেশি। জামাল ভুঁইয়ার ২১ মার্চ কলকাতা মোহামেডানের হয়ে চ্যাম্পিয়নশিপ লিগের চতুর্থ ম্যাচ রয়েছে।
নেপালে বাংলাদেশের ম্যাচের সম্ভাব্য তারিখ ২৩ মার্চ। এদিন ম্যাচ হলে জামালকে পাবে না ধরেই নিয়েছেন কোচ জেমি ডে, ‘এটা ঠিক যে ২৩ মার্চ আমাদের প্রথম ম্যাচ হলে আমরা জামালকে পাব না। এমনকি ২৫ মার্চও যদি প্রথম ম্যাচ হয় সেক্ষেত্রেও তার খেলাটা কঠিন হতে পারে। কারণ ২১ মার্চ ভারতে খেলে, ফ্লাইট পাওয়া এবং কোয়ারেন্টাইন বিষয় রয়েছে।’
নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়া অন্য প্রতিপক্ষ কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল। প্রতি দল একে অন্যের সাথে একবারেই মোকাবেলা করবে। ২৩, ২৫ ও ২৭ এই তিনদিন ম্যাচ ডে। বাংলাদেশের ম্যাচ যদি ২৩ ও ২৫ মার্চ হয় সেক্ষেত্রে দুই ম্যাচেই জামালের মিস করার সম্ভাবনা বেশি।
জামালের অংশগ্রহণ সম্পর্কে জেমি ডে বলেন, ‘জামাল বাংলাদেশ দলের অধিনায়ক সে আসতে পারলে অবশ্যই দারুণ হবে দলের জন্য। কোনো কারণে বা পরিস্থিতির জন্য যোগ দিতে না পারলে সেই জায়গায় নতুন একজনকে সুযোগ দেয়া যাবে।’
২৯ মার্চ টুর্নামেন্টের ফাইনাল। বাংলাদেশ ফাইনালে উঠলে জামালের খেলার সম্ভাবনা তখন বাড়বে। ২২ মার্চ থেকে ৩১ মার্চ ফিফা উইন্ডো। ফিফা উইন্ডোতে জাতীয় দলের জন্য ম্যাচের ৭২ ঘন্টা আগে ফুটবলার ছাড়তে বাধ্য ক্লাব। আই লিগে শিরোপা লড়াইয়ে রয়েছে কলকাতা মোহামেডান। ২১ মার্চ চতুর্থ ম্যাচ চ্যাম্পিয়নশিপ রাউন্ডের। পঞ্চম ও শেষ ম্যাচের তারিখ এখনো অনির্ধারিত।
জামাল অবশ্য এই প্রতিবেদকের কাছে ২১ মার্চ মোহামেডানের ম্যাচ খেলে জাতীয় দলে যোগ দেওয়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন। বাফুফে এখন জামাল বিষয়ে কলকাতা মোহামেডানের সঙ্গে আলোচনা করবে। এরপরই বিষয়টি পরিষ্কার হবে।
এজেড/এটি/এমএইচ