ফিফা সভাপতির সম্মেলন বিলম্ব, বিরক্ত সাংবাদিকরা

মেইন প্রেস সেন্টারে সাংবাদিকদের তড়িঘড়ি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সংবাদ সম্মেলনের শুরু থেকে উপস্থিত থাকার চেষ্টা। কাতার সময় সাড়ে বারোটার আগেই ভার্চুয়াল স্টেডিয়ামে কয়েকশ সাংবাদিক। ফিফার যে কোনো ইভেন্ট একেবারে ঘড়ির কাঁটা মেনে চলে। সেখানে ফিফা সভাপতির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিলম্ব। পাঁচ, দশ, করে ত্রিশ মিনিট পেরিয়ে যাচ্ছে। অনেক সাংবাদিক বিরক্ত হয়ে সম্মেলন কক্ষ ত্যাগই করল।
আধ ঘন্টা পার হওয়ার পর ফিফার অফিসারদের ঘোষণা স্থানীয় সময় দেড়টায় অনুষ্ঠিত হবে প্রেস কনফারেন্স। এক ঘন্টা বিলম্বের কারণ ফিফা কাউন্সিল সভা এখনো চলমান। কাউন্সিল সভা শেষেই ব্রিফিং করার কথা ছিল ফিফা সভাপতির। বর্তমান বিশ্বকাপ ও ফুটবলের আগামী পথচলা নিয়ে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা। কাউন্সিল সভা খানিকটা বেশি সময় নেয়ায় এই বিলম্ব।
বাংলাদেশ ও উপমহাদেশের সাংবাদিকরা প্রেস কনফারেন্স বিলম্বে কাভার করে অভ্যস্ত। ফিফার ইভেন্টের শেষ মুহূর্তে উপমহাদেশের স্বাদ মিলল। কাতার বিশ্বকাপ কাভার করতে আসা উপমহাদেশের সাংবাদিকদের খানিকটা রসিকতা, ‘ফিফাও আমাদের লাইনে!’
এজেড/এটি