আর্জেন্টিনাকে হারানো সৌদি খেলতে পারে বাংলাদেশেও

লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল শুরুর বাঁশি বাজবে রাত ৯টায়। সেই ফাইনালের আগে দোহায় সৌদি ভবনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের উপস্থিতি। বাংলাদেশ ও সৌদি ফুটবল ফেডারেশনের সঙ্গে দুই বছরের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
সৌদি আরব এশিয়ার ফুটবলে অন্যতম শক্তিশালী দল। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা। সৌদি আরবের ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল মিশায়ের বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছেন, বাংলাদেশের সঙ্গে ফিফা উইন্ডোতে ম্যাচ খেলাই যায়। সেটা বাংলাদেশেও হতে পারে আবার সৌদি আরবেও। তবে সিনিয়র দলের তুলনায় যুব দলে খেলার সুযোগ বেশি।’
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সৌদি আরবের সঙ্গে চুক্তি করার পর বলেন, ‘আমরা ২ ফেডারেশন একসঙ্গে কাজ করব। বাংলাদেশের ফুটবল উন্নয়নে সৌদি সাহায্য করবে সেটা প্রশিক্ষণ, ম্যাচ আয়োজন থেকে শুরু করে আরো অনেক ভাবেই।’ চুক্তিটি আপাতত ২ বছরের জন্য হলেও এটি আরো দীর্ঘায়িত হওয়ার আশা করেন তিনি।
সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের বাংলাদেশের ফুটবল কর্মকর্তাদের প্রশংসা করে বলেন, ‘কাজী সালাউদ্দিন বাংলাদেশের ফুটবলেই বড় নাম নয় শুধু। দক্ষিণ এশিয়া ও এশিয়ার ফুটবলেও তিনি বিশিষ্ট ব্যক্তি। মাহফুজা ফিফা সদস্য এবং তার নেতৃত্বে বাংলাদেশের মহিলা ফুটবল দারুণ করছে।’
সৌদি ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান মানিক, ফিফা ও বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণ, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ উপস্থিত ছিলেন। সৌদি ফুটবল ফেডারেশন ও দোহাস্থ সৌদি দুতাবাসের কর্মকর্তারাও সঙ্গে ছিলেন।
এজেড/এটি