ফ্রান্সের গোলের পর সেকেন্ডে রেকর্ড সংখ্যক টুইট

বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের জালে শুরুতেই ২ গোল দেয় মেসিরা। শুরু থেকে ৮০ মিনিট পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ থাকে আর্জেন্টিনার পায়ে। তবে ৮০ মিনিটে পেনাল্টিতে এমবাপের গোলে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। দুই মিনিটের ব্যবধানে আবারো আর্জেন্টিনার জাল ভেদ করে ফরাসিরা। তাতে দুই মিনিটের ব্যবধানে খেলায় ২-২ গোলে সমতা আনে ফ্রান্স।
এরপর এক টুইটে এর মালিক এলন মাস্ক জানিয়েছেন, ফ্রান্স গোল দেওয়ার পর প্রতি সেকেন্ডে ২৪ হাজার ৪০০ টুইট করছেন ব্যবহারকারীরা। যা বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো খেলায় গোল দেওয়ার পর রেকর্ড সংখ্যক টুইট।
বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে এদিন নিজেও মাঠে উপস্থিত আছেন টুইটারের সিইও। আর মাঠে বসে খেলা দেখতে দেখতে ব্যবহারকারীদের নিজেই আপডেট দিচ্ছেন!
তার ওই টুইটের পর ১৭ মিনিটে ৮৮ হাজারের বেশি লাভ রিঅ্যাক্ট পড়েছে। রিটুইট হয়েছে সাড়ে ৯ হাজারের বেশি।
জেডএস