বাফুফের ১৩৯ ভোটার নিয়ে ফিফার বিস্ময়

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জেলা ফুটবল লিগ কমিটির সভা ছিল আজ (বুধবার)। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেই এই কমিটির চেয়ারম্যান। বাফুফের নির্বাহী ও স্ট্যান্ডিং কমিটির সভা চলাকালীন সময় গণমাধ্যমের প্রবেশাধিকার থাকে না। আজকের জেলা লিগ কমিটির সভা চলাকালীন গণমাধ্যমের উপস্থিতি ছিল।
সভা চলাকালীন সময় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কমিটির সদস্যদের বলেছিলেন ফিফা বাফুফের ১৩৯ জন ভোটার/কাউন্সিলর নিয়ে প্রশ্ন করেছে। সভা শেষে অবশ্য বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন ফিফার বাফুফে সম্পর্কে সাংগঠনিক কিছু পর্যবেক্ষণ মিডিয়ায় জানিয়েছেন।
কাজী সালাউদ্দিন বলেন, ‘ফিফার গঠনতন্ত্র পরিবর্তন হয়েছে। তারা এশিয়ান পাঁচ আঞ্চলিক সংস্থাসহ, সদস্য দেশগুলোর গঠনতন্ত্র ও সাংগঠনিক বিষয়গুলো পর্যবেক্ষণ করছে। আমাদের গঠনতন্ত্র পর্যালোচনা কিছু গ্যাপ খুঁজে পেয়েছে পাশাপাশি কিছু প্রশ্নও রেখেছে।’
প্রশ্নগুলোর মধ্যে অন্যতম হলো বাফুফের নির্বাচনে ১৩৯ সংস্থা, প্রতিনিধির ভোটাধিকার, ‘অনেক সংস্থা বাফুফের সঙ্গে কতটুকু সম্পৃক্ত, কীভাবে ফুটবলে অবদান রাখছে এগুলো তারা জানতে চেয়েছে।’ বলেন সালাউদ্দিন। যদিও গত তিন নির্বাচনে বাফুফের ভোটার সংখ্যা ১৩০’র উপরে। সদ্য সমাপ্ত নির্বাচনে ফিফা, এএফসি প্রতিনিধি সশরীরে না আসলেও অনলাইনে নজরদারি করেছে। এর আগের দুই নির্বাচনে এএফসি প্রতিনিধি ছিল।
শুধু ভোটার নয় বাফুফের স্ট্যান্ডিং কমিটির সংখ্যাও ফিফার চোখে পড়েছে, ‘আমাদের স্ট্যান্ডিং কমিটি অনেক। এত স্ট্যান্ডিং কমিটি এত কেন এটাও বলেছে।’ ফিফার এই পর্যবেক্ষণ,মতামত ও প্রশ্ন নিয়ে কাজ করছে বাফুফে সচিবালয়, ‘আমাদের অফিস গঠনতন্ত্র ও এই বিষয়গুলো নিয়ে ফিফার সাথে গভীরভাবে কাজ করছে।’
নির্বাচনে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগ, প্রথম থেকে তৃতীয় বিভাগ ফুটবল, জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশন, কয়েকটি বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড ও বিভিন্ন সংস্থা বাফুফের অধীভুক্ত। বাফুফে নির্বাহী কমিটির চার বছরে সকল অধিভুক্ত সংস্থার সক্রিয় অংশগ্রহণ থাকে না কিন্তু নির্বাচনের সময় থাকে সরব উপস্থিতি।
এজেড/এটি/এমএইচ