অবৈধ গ্যাস সংযোগের বলি সাঁতার

এসএ গেমসকে লক্ষ্য হিসেবে রেখে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে ছিলেন সাঁতারুরা। সেই প্রশিক্ষণ তিন সপ্তাহের বেশি সময় ধরে স্থগিত। শীতের মধ্যে মিরপুর শহীদ সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্স পুলের পানি গরম হতো গ্যাসের মাধ্যমে। সেই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় অনুশীলনের বাইরে সাঁতারুরা।
মিরপুর সুইমিংপুলে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নিযুক্ত প্রশাসক মোঃ সাইফুল গ্যাস লাইন বিচ্ছিনন্নকরণ সম্পর্কে বলেন, ‘তিতাস গ্যাস সম্প্রতি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। সেই মোবাইল কোর্ট একটি রেস্টুরেন্টে (সুইমিংপুল কমপ্লেক্স সংলগ্ন) অবৈধ সংযোগ পায়। সেই সংযোগের উৎস সুইমিংপুলের লাইন হওয়ায় তিতাস কর্তৃপক্ষ সেটি কেটে দিয়েছে।’ এই লাইন কাটার ফলে সুইমিংপুল সহ পুরো ক্রীড়াপল্লী গ্যাস বিচ্ছিন্ন।
সুইমিং কমপ্লেক্স সংলগ্ন হাঙেরী নামক রেস্টুরেন্ট রয়েছে। সেই বাণিজ্যিক রেস্টুরেন্টকে সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ লিখিতভাবে সুইমিংপুলের গ্যাস লাইন ব্যবহারের অনুমতি দিয়েছে। ক্রীড়া পরিষদের এক পরিচালক অনুমতিপত্রে স্বাক্ষর করেন। ক্রীড়াঙ্গন ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রভাবে বাধ্য হয়েই এনএসসি এমন অনুমতি দিয়েছে। প্রভাব এতটাই ছিল যে, অনুমতি প্রদান প্রক্রিয়ায় বিলম্ব হওয়ার জন্য এনএসসির এক অফিসার কারণ দর্শানো নোটিশও পেয়েছেন; যদিও ফেডারেশন নিয়ন্ত্রণকারী সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদের কোনো এখতিয়ারই নেই তিতাস গ্যাসের সংযোগ আরেক প্রতিষ্ঠানকে ব্যবহারে অনুমতি দেয়ার।
অভিভাবক সংস্থার অবৈধ কান্ডের বলি সাঁতার। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফের কন্ঠে আক্ষেপ, ‘সাতারে দীর্ঘমেয়াদী অনুশীলন কখনো হয়নি। এসএ গেমস লক্ষ্য করে আমরা অনেক কষ্ট করে প্রায় এক বছর ধরে অনুশীলন চালিয়ে আসছি। গ্যাসের জন্য পানি গরম সম্ভব নয় এবং খেলোয়াড়দের খাবার রান্নারও সংকট। বাধ্য হয়ে ক্যাম্প ছেঁড়ে দিতে হয়েছে। এর ফলে এত দিনের অনুশীলনের উপযোগিতাও আর থাকছে না।’ গ্যাস সংযোগ পুনঃস্থাপন কবে হবে এর সদুত্তর জানা নেই ফেডারেশনের। অভিভাবক সংস্থা হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদ এখন এর সমাধানের চেষ্টা করছে, ‘আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ তিতাসের সঙ্গে আলোচনা করে সংযোগ পুনঃস্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে’ বলে জানান সচিব পরিমল সিংহ।
পুনরায় সংযোগ স্থাপনের জন্য প্রয়োজন বিল পরিশোধ। অবৈধ সংযোগের জরিমানা যেমন রয়েছে তেমনি রয়েছে সাধারণ বিল বকেয়াও। বিলের বিষয়ে ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের মধ্যে রয়েছে সুস্পষ্ট দূরত্ব। ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ বলেন, ‘আমরা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করি। গ্যাসের বিল আমাদের কাছে আসেও না, পরিশোধের বিষয়টিও জানা নেই।’ ফেডারেশন যেমন বিল পরিশোধ করে না, তেমনি জাতীয় ক্রীড়া পরিষদও। জাতীয় ক্রীড়া পরিষদের সুইমিংপুল প্রশাসকের দাবি, তিতাস গ্যাসের থেকে প্রেরিত বিল নিয়মিতভাবে ফেডারেশন গ্রহণ করে এবং এর রিসিভ কপিও রয়েছে।
গ্যাস সংযোগ বিচ্ছিকরণের পর তিতাসের মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদ ধারণা পেয়েছে, প্রায় ২ কোটি টাকার উপর বিল বকেয়া জরিমানা সহ। ১৯৯৩ সালে এসএ গেমস উপলক্ষ্যে মিরপুর সুইমিংপুল নির্মিত হয়। পুলের পানি বয়লারের জন্য গ্যাসের লাইনের অনুমতি নেয়া হয়। সেই মূল লাইন থেকে পরবর্তীতে ক্রীড়াপল্লী আবাসিক এলাকায় গ্যাস সরবারহ হয়েছে। খেলা ও খেলোয়াড়ের সংখ্যা বাড়ায় ক্রীড়াপল্লী-২ গড়ে উঠেছে। সেখানেও সুইমিংপুলের লাইনই চলছে। এই লাইনেরও বৈধতা নেই। ক্রীড়া অবকাঠামোতে ব্যবহার হওয়ায় তিতাস কর্তৃপক্ষ এ নিয়ে নমনীয় ছিল। সম্প্রতি বাণিজ্যিক রেস্টুরেন্টে লাইন দেওয়ায় এই সংকট তৈরি হয়।
সুইমিং ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের মধ্যে বিদ্যুৎ বিল নিয়েও জটিলতা ছিল। মিটার একটি হওয়ায় ফেডারেশনকে আগে ক্রীড়াপল্লীরও বিল দিতে হতো। দীর্ঘদিনের এই জটিলতা বর্তমান ক্রীড়া পরিষদ সচিব পরিমল সিংহ সুষ্ঠ সমাধান করেছেন ফেডারেশন ও ক্রীড়াপল্লীর বৈদ্যুতিক মিটার আলাদা করে দেওয়ার মাধ্যমে। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে দুই পক্ষের গ্যাসের বিল প্রদানের বিষয়টিও আশু সমাধান প্রয়োজন।
এজেড/এনইআর