সোনালী অতীতের মাস্টার্স ফুটবল

সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব ঢাকার আয়োজনে শুরু হয়েছে কনফিডেন্স গ্রুপ মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট। প্রথম দিনের খেলায় চট্টগ্রাম ১-০ গোলে মুন্সিগঞ্জকে, বরিশাল ৪-১ গোলে সিলেটকে, রাজশাহী ২-০ গোলে ফেনীকে, যশোর ১-০ গোলে মুন্সিগঞ্জকে এবং ঢাকা ৪-০ গোলে ফেনীকে হারায়। এছাড়া বগুড়া ১-১ গোলে চাঁদপুরের সঙ্গে এবং নারায়ণগঞ্জ ও রংপুরের সঙ্গে গোলশূন্য ড্র করে।
বৃহস্পতিবার মোহাম্মদপুর শারীরীক শিক্ষা কলেজ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক কোচ গোলাম সারোয়ার টিপু। এ সময় সোনালী অতীত ক্লাবের সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শেখ মো. আসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এজেড/এনইআর