কুইন্সটাউনের সৌন্দর্যে বিমোহিত তামিমরা

শহুরে কোলাহল থেকে বহুদূর। পেছনে বিশাল পাহাড়, যার মাথা ছুঁয়ে যাচ্ছে পেঁজা তুলোর মতো মেঘ, তার পাশে বিস্তীর্ণ মাঠ। এমন দৃশ্য প্রবল প্রকৃতিবিমুখদেরও মন গলিয়ে দিতে পারে অবলীলায়। তেমন এক মাঠেই অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। অনুশীলনের পর তামিম ইকবালদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেল, কুইন্সটাউনের প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হয়েছেন তারাও।

একে তো দল ছাড়া পেয়েছে চৌদ্দ দিনের কোয়ারেন্টাইন বন্দিদশা থেকে। এসময়ে খোলা বাতাস পেলেই প্রাণ হাঁফ ছেড়ে বাঁচার কথা। সেখানে তামিমরা পেয়েছেন এমন দৃশ্য। বিমোহিত না হয়ে উপায় আছে? মুশফিকুর রহিম তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পাতায় স্রষ্টাকে ধন্যবাদ জানালেন। লিখলেন, 'মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ। ক্রিকেট খেলার জন্য কি সুন্দর জায়গা!'

অধিনায়ক তামিম ইকবাল সতীর্থদের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি দিয়ে বুঝিয়ে দিলেন, কুইন্সটাউনের প্রাকৃতিক সৌন্দর্য বেশ উপভোগই করছেন সবাই। একই ছাপ ছিল লিটন দাস-মোহাম্মদ সাইফউদ্দিনের ছবিতেও।

পাঁচদিন এই কুইন্সল্যান্ডেই চলবে অনুশীলন ক্যাম্প। এরপর ২০ মার্চ ডানেডিনে শুরু সিরিজের প্রথম ওয়ানডে। ২৩ মার্চ ক্রাইস্টচার্চ ও ২৬ মার্চ ওয়েলিংটনে কিউইদের বিপক্ষে বাকি দুই ওয়ানডে খেলবে অধিনায়ক তামিম ইকবালের দল। প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়, পরেরটি সকাল সাতটায় হওয়ার পর শেষ ওয়ানডে হবে ভোর চারটায়।

তিনটি টি-টোয়েন্টি হবে আগামী ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল। তিনটি ম্যাচ হবে যথাক্রমে হ্যামিল্টন, নেপিয়ার ও ওয়েলিংটনে। প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ সময় সকাল সাতটায় হলেও পরের দুইটি হবে দুপুর ১২টায়।
এনইউ/এটি