জামালকে ধরে রাখছে না কলকাতা

বাংলাদেশের ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়ার নেপালে জাতীয় দলের হয়ে অংশগ্রহণ নিয়ে খানিকটা অনিশ্চয়তা ছিল। জামালের বর্তমান ক্লাব কলকাতা মোহামেডান অবশ্য সেই শঙ্কা দূর করে দিয়েছে। জামালকে ধরে রাখছে না দলটি।
কলকাতা মোহামেডানের সাধারণ সম্পাদক দানিশ ইকবাল কলকাতা থেকে ঢাকা পোস্টকে বলেন, ‘১৫ মার্চের ম্যাচের পরেই আমরা জামাল ভূঁইয়াকে জাতীয় দলের জন্য ছেড়ে দিচ্ছে। জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করা একজন ফুটবলাররের সবচেয়ে বড় বিষয়। আমাদের ক্লাব কলকাতা মোহামেডান এই ব্যাপারে খুবই আন্তরিক ও শ্রদ্ধাশীল। আমাদের একজন ফুটবলার দেশকে প্রতিনিধিত্ব করবে এটা অবশ্যই গর্বের।’
এই মাসের ফিফা উইন্ডোর সময় ২২ থেকে ৩১ মার্চ। ফিফা উইন্ডো জাতীয় দলের ফুটবলারদের ছাড়তে বাধ্য ক্লাব এটা ফিফা স্বীকৃতি নিয়ম। কিন্তু কলকাতা মোহামেডানের ফিফা উইন্ডোর আগের দিন ২১ মার্চ ও আই লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ ম্যাচ রয়েছে ২৭ মার্চ। ক্লাবের গুরুত্বপূর্ণ দুইটি ম্যাচ বাংলাদেশের ত্রিদেশীয় টুর্নামেন্টের মধ্যে পড়ে যাওয়ায় মূলত অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ফিফা উইন্ডোর আগের দিন ম্যাচ থাকলেও কলকাতা মোহামেডান জামালকে আগেভাগেই ছেড়ে দিচ্ছে, ‘২৩ তারিখ থেকে টুর্নামেন্ট শুরু। ফিফা নিয়মানুযায়ী ম্যাচের ৭২ ঘন্টা আগে ছাড়তে হয়। ২১ মার্চ ম্যাচে জামাল খেললে ২৩ তারিখ বাংলাদেশের হয়ে খেলা অসম্ভব হবে। এজন্য আমরা আগেই তাকে ছেড়ে দিচ্ছি।’ -জানান ক্লাবের সাধারণ সম্পাদক।
প্রথমবারের মতো আই লিগ খেলছে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব কলকাতা মোহামেডান। এবারের লিগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ছিল কলকাতার এই ক্লাবটির। সাংগঠনিক কিছু সমস্যা, কোচের ব্যর্থতা মিলিয়ে এবার আই লিগে তৃতীয় হলেই খুশি বর্তমান সাধারণ সম্পাদক দানিশ ইকবাল, ‘আমরা এবার চ্যাম্পিয়ন হতে চেয়েছিলাম। বর্তমান প্রেক্ষাপটে অবশ্য এখন লক্ষ্য তৃতীয় (১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে বর্তমানে)। বাকি তিনটি ম্যাচ জিতলে আমরা তৃতীয় স্থানে থাকতে পারব।’
জামাল শেষ দুই ম্যাচে না থাকলে তৃতীয় হওয়াটা একটু কঠিনই মানছেন ক্লাবের নতুন এই সাধারণ সম্পাদক, ‘ও আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ও কার্যকরি ফুটবলার। তাকে অবশ্যই মিস করব। কিন্তু তাকে তো দেশের হয়ে খেলতে হবেই। আমরা ইতোমধ্যে কোচ শঙ্করলালের সাথে কথা বলছি জামালের পজিশনে শেষ দুই ম্যাচে বিকল্প নিয়ে ভেবে রাখতে।’
কলকাতা মোহামেডানের আই লিগের মোট ১২ ম্যাচের মধ্যে এগারোটিতেই খেলেছেন জামাল। একটি ম্যাচে ইনজুরির জন্য বাইরে ছিলেন। জামালের পারফরম্যান্স ও নিবেদনে সন্তুষ্ট ক্লাবের এই উর্ধ্বতন কর্মকর্তা, ‘সে খেলোয়াড় হিসেবে যেমন দারুণ, মানুষ হিসেবেও তেমনি।’ আই লিগের পরবর্তী মৌসুমের জন্যও জামালকে চায় কলকাতার সাদা-কালোরা স্পষ্ট জানিয়ে দিলেন, ‘আমরা অবশ্যই জামালকে চাই। জামাল যদি আমাদের এখানে খেলতে চাই। আমরা তাকে সাদরে গ্রহণ করব।’
১৫ মার্চ চার্চিল ব্রাদার্সের বিপক্ষে খেলার পরই বাংলাদেশ জাতীয় দলের জন্য মুক্ত জামাল ভূইয়া। বাংলাদেশ অধিনায়ক কলকাতা থেকে ঢাকায় আসবেন নাকি কলকাতা থেকে সরাসরি কাঠমান্ডু যাবেন এই ব্যাপারে অধিনায়ক জামাল বলেন, ‘আমি ক্লাবকে ধন্যবাদ জানাই তাদের এই আন্তরিকতার জন্য। ক্লাব, ফেডারেশনের সাথে আলোচনা করে সুবিধাজনক যেটা সেটাই করব।’
বাংলাদেশ দলের সম্ভাব্য ফ্লাইটসূচি ১৮ মার্চএ টুর্নামেন্ট শুরু ২৩ মার্চ। উদ্বোধনী দিনেই বাংলাদেশের ম্যাচ রয়েছে কিনা এটা এখনো জানায়নি অল নেপাল ফুটবল এসোসিয়েশন। ২৩ মার্চ প্রথম ম্যাচে না থাকলে জামালের ফ্লাইট সূচিতে পরিবর্তন আসতে পারে।
এজেড/এটি
