আনুষ্ঠানিকভাবে রোনালদোকে বরণ করে নিল আল নাসর

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০৪ জানুয়ারি ২০২৩, ০৮:৩০ এএম


আনুষ্ঠানিকভাবে রোনালদোকে বরণ করে নিল আল নাসর

আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে বরণ করে নেওয়ার দিন রোনালদোর বয়স যে ৩৭ সেটা বোঝা বড় কঠিন ছিল। কেননা স্যুট পরিহিত অবস্থায় তাকে মনে হচ্ছিল, সেই তারুণ্য রোনালদো। নতুন চ্যালেঞ্জ বলেই কি তাহলে এমন দেখাচ্ছিল পর্তুগিজ এ সুপারস্টারকে?

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে রোনালদোকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় সৌদি আরবের ক্লাব আল নাসর। এরপরই সংবাদ সম্মেলনে রোনালদো ঘোষণা করলেন, ‘ইউরোপে আমার অভিযান শেষ। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায় সব ক্লাবেই খেলেছি। এখানে ভালো লাগছে। সৌদি আরবের মানুষ চমৎকার।’

ক্লাবটির মাঠ মরসুল পার্কে এদিন ২৫ হাজার দর্শকের উপস্থিতিতে ভক্তরা তাল মিলিয়ে ‘রোনালদো, রোনালদো’ ধ্বনি তুলে তাকে বরণ করে নিয়েছে।

এরপর একজন এক নারী সঞ্চালক আনুষ্ঠানিক এ সংবাদ সম্মেলন শুরু করেন। সৌদির এ ক্লাবে যোগ দেওয়া নিয়ে রোনালদো বলেন, ‘ইউরোপে অনেক সুযোগ পেয়েছি। ব্রাজিল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং পর্তুগাল থেকেও ডাক পেয়েছি। তবে আমার জন্য এটি এক বড় সুযোগ। নিজের জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাবকে বেড়ে উঠতে সাহায্য করেছি। এ সিদ্ধান্তটি নিতে পেরে আমি খুব গর্বিত। পরিবার সবসময় আমার পাশে ছিল। আর লোকে কে কি বলল তা নিয়ে আমি কখনো ভাবিনি।’

রোনালদো আরো বলেন, ‘আমি অনন্য খেলোয়াড়। আমি ওখানে (ইউরোপ) সব রেকর্ড ভেঙেছি। এখানেও কিছু রেকর্ড ভাঙতে চাই। কোচ চাইলে (ক্লাবের) আমি পরের ম্যাচেই মাঠে নামতে প্রস্তুত।’

এসএইচ/এফকে

Link copied