ঘরোয়া লিগের পারফরম্যান্সের মূল্য দেওয়া হবে জাতীয় দলে

করোনার কারণে দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটের আসর বসে না বাংলাদেশে। মাঝে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ নামে দুইটি বিশেষ টুর্নামেন্ট আয়োজন করলেও নিয়মিত লিগ বা টুর্নামেন্ট এখনো আলোর মুখ দেখেনি। সব ঠিক থাকলে আগামী ২২ মার্চ শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। শ্রীলঙ্কা সিরিজের দল দেওয়ার আগে এই টুর্নামেন্টের পারফর্মারদের বিবেচনা করবে বিসিবি।
পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে দুটি টেস্ট খেলবে টাইগাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজে খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে এনসিএলে তিনটি রাউন্ড অনুষ্ঠিত হবে। করনোর পর টেস্ট ক্রিকেটে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নাস্তানাবুদ হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। এবার মিশন শ্রীলঙ্কা। সেখানে কেমন দল দেবেন নির্বাচকরা?
বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। জানালেন অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হলেও মূল্যায়ন করা হবে এনসিএলের পারফর্মদের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটটা এমন একটা খেলা যেখানে অভিজ্ঞতার মূল্যায়ন গুরুত্বপূর্ণ। তবে এনসিএলে ভালো করলে অবশ্যই বিবেচনায় আসবে।’
বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো এনসিএলের প্রাথমিক দল দিয়েছে আগেই। আজ (বৃহস্পতিবার) সেই দল থেকে ১৮ সদস্যের মূল দল নির্বাচন করেছে বিসিবি। এনিয়ে অধিনায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন বোর্ড কর্তারা। সেখানে কি সিদ্ধান্ত হয়েছে?
নান্নু জানালেন, ‘আমরা দলগুলো তৈরি করতে অধিনায়ক ও কোচের সঙ্গে বসি। সেটার জন্যই বসেছিলাম। আমরা ৮টা বিভাগের সঙ্গে বসেছি এবং মোটামুটি ১৮ জন করে দল তৈরি করে দিয়েছি।’
এনসিলের এবারের আসর কবে মাঠে গড়াবে জানিয়ে নান্নু বলেন, ‘২২ তারিখ একটা দেওয়া আছে। এখন টিকা কবে নেয় সেটার ওপর নির্ভর করছে। আমরা আমাদের কাজ এগিয়ে রেখেছি। দলগুলো প্রায় প্রস্তুত করে দিয়েছি যেন অনুশীলন শুরু করে দিতে পারে।’
টিআইএস/এমএইচ/এটি