চট্টগ্রামকে চেপে ধরেছে সিলেট

মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে চট্টগ্রাম চ্যালেন্জার্স। সিলেট স্ট্রাইকার্সের বোলারদের তোপে পড়ে ৪৭ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছে চট্টগ্রাম দল।
শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম। রান আউটে কাটা পড়ে বিদায় নেন মারুফ ব্যক্তিগত ১১ রান করে। এরপর আফগান দারউইশ রাসুলিকে ফেরান পাক পেসার মোহাম্মদ আমির। পরবর্তীতে আল আমিনও পারেননি ইনিংস বড় করতে। ফিরে যান ১৮ রান করে।
চট্টগ্রামের দলীয় অধিনায়ক শুভাগত হোমও পাননি রানের দেখা। ব্যক্তিগত ১ রান করে রেজাউর রাজার বলে ফিরে যান। এদিকে পাকিস্তানের ক্রিকেটার উসমান খানও পাননি রান। পেসার রাজার বলে আউট হওয়ার আগে করেন ২ রান।
এই মুহূর্তে সাবেক ভারতীয় ব্যাটার উন্মুক্ত চাঁদও নিয়ে ক্রিজে লড়ে যাচ্ছেন আফিফ হোসেন।
এসএইচ/এনইউ