মোহামেডানের বড় জয়, মারুফের হার

ফেডারেশন কাপে আজ মঙ্গলবার ছিল এ গ্রুপের দু’টি ম্যাচ। কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডান ৭-০ গোলে উত্তরা আজমপুরকে এবং মুন্সিগঞ্জে রহমতগঞ্জ ৩-০ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে।
ফেডারেশন কাপে টানা দুই জয়ে এ গ্রুপে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। শেখ জামাল ও রহমতগঞ্জ এক জয়ে তিন পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে। উত্তরা আজমপুর দুই ম্যাচে শুন্য পয়েন্ট নিয়ে টেবিলের নিচে।
ফেডারেশন কাপে ১১ দল তিন গ্রুপে খেলছে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপের সঙ্গে দুই সেরা তৃতীয় দল পরের রাউন্ডে খেলবে। মোহামেডান ৬ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে খেলা প্রায় নিশ্চিত করেছে। গাণিতিক কিছু হিসাব নিকাশের জন্য মোহামেডানের পরের রাউন্ড অপেক্ষায়।
লিগে মোহামেডান ৪ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট পেলেও ফেডারেশন কাপে দুই ম্যাচে ছয় পয়েন্ট আদায় করেছে। আজ কুমিল্লায় গোল উৎসবই করেছে। ৪ মিনিটে উজবেকিস্তানের মুজাফফারভের গোলে লিড নেয় মোহামেডান। তিন মিনিট পর ওলিভেরা ব্যবধান দ্বিগুণ করেন। ৪০ মিনিটে ড্যানিয়েল গোল করলে ৩-০ লিড নিয়ে ড্রেসিং রুমে মানিকের শিষ্যরা।
বিরতির পর প্রতিপক্ষের উপর আরো চড়াও হয় মোহামেডান। দ্বিতীয়ার্ধে চারটি গোল আদায় করে সাদা কালোরা। চার গোলের মধ্যে তিনটি দেশি ফুটবলারের। ৫১ মিনিটে সাজ্জাদ দ্বিতীয়ার্ধের গোলের সূচনা করেন। পরের দুই মিনিটে আরো দু’টি গোল পায় মোহামেডান। ৫২ মিনিটে ইমন ও ৫৩ মিনিটে মুজাফফার গোল করেন। সাজ্জাদ ৬১ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
শফিকুল ইসলাম মানিকের বড় জয়ের দিনে হেরেছেন দেশের আরেক শীর্ষ কোচ মারুফুল হক। শেখ জামাল ০-৩ গোলে রহমতগঞ্জের বিপক্ষে মুন্সিগঞ্জে পরাজিত হয়। শেখ জামালের দায়িত্ব নেয়ার পর মারুফের এটি প্রথম পরাজয়। ম্যাচের ১৫ মিনিটে ফাতুল্লেভের গোলে এগিয়ে যায় পুরান ঢাকার ক্লাবটি। প্রথমার্ধের ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন মরিস।
দ্বিতীয়ার্ধে মারুফের দল ম্যাচে ফেরার চেষ্টা করে। ৭৪ মিনিটে রহমতগঞ্জের ভ্যালেন্সিয়ার গোলে ম্যাচ থেকে ছিটকে যায় মারুফের দল। এই ম্যাচে ০-৩ গোলে হেরে ফেড কাপ থেকে বিদায়ের শঙ্কায় রয়েছে শেখ জামাল। শেষ ম্যাচে মোহামেডানের বিপক্ষে জয় না পেলে অন্য দিকে রহমতগঞ্জ উত্তরা আজিমপুরকে হারালে পরের রাউন্ডে খেলা কষ্টকর হবে মারুফের জন্য।
এজেড/এটি