এককে কোয়ার্টার ফাইনাল এবং দ্বৈতে সেমিফাইনালে জাওয়াদ

আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে মোট ১৮টি খেলা অনুষ্ঠিত হয়। বালক এককের দ্বিতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশের জাওয়াদ মোহাম্মদ ভূইয়া ৬-২, ৭-৫ সেটে মালদ্বীপের মোহাম্মদ মোহ নাজিথকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। অপরদিকে বালক দ্বৈতের খেলায় জাওয়াদ-তুষার জুটি ৬-৪, ৬-২ গেমে লাও এর দায়মন বাউনথালা ও অথিত ক্যাসিং জুটিকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়।
বালক এককের অন্য খেলায় বাংলাদেশের তানভির মুন তুষার চাইনিজ তাইপের শাও চি চু এর নিকট ৪-৬, ৩-৬ গেমে পরাজিত হয়। বালিকা এককের খেলায় বাংলাদেশের হুমায়রা হায়দার জারা ০-৬, ০-৬ গেমে প্রতিপক্ষ মায়ানমারের থাই হায়াত মিন্ট এর নিকট পরাজিত হয়।
বালক এককের অন্যান্য খেলায় পাকিস্তানের রোমান, লাও এর বাউনথালা, চাইনিজ তাইপের এয়ন লিও, লাও এর অথিত ক্লাসিনিস, মায়ানমারের ফি সার সেই ও পাকিস্তানের তালহা নিজ নিজ খেলা জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। বালিকা এককে নেপালের শিলালি গুরুং, চাইনিজ তাইপের ইয়ান রং ঝং ও নেপালের সাত্তিকা বিসতা সেমিফাইনালে উন্নীত হয়েছেন।
আগামীকাল বালক এককের কোয়ার্টার ফাইনাল এবং বালিক এককের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এজেড/এনইআর