মিরপুরের কিউরেটরকে কৃতিত্ব দিলেন সাকিব

বিপিএলের নবম আসরের প্রথম পর্বে মিরপুর শের-ই বাংলার মাঠে বেশ ভালোই রান বন্যা দেখা গিয়েছে অন্য আসরের তুলনায়। সে কারণেই ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান মিরপুরের পিচ কিউরেটরকে কৃতিত্ব দিতে চাইলেন। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে উপস্থিত থেকে এ কথা জানান তিনি।
এসময় সাকিব বলেন, ‘দেখুন এবারের উইকেট অনেক ভালো। মিরপুরে সাধারণত এতো ভালো উইকেট আমরা পাই না। কিউরেটরকে কৃতিত্ব দিতেই হয়। এ কারণেই এতো বেশি রান হচ্ছে। আর মাঠের খেলাটাও অনেক বেশি ভালো হচ্ছে। এক্সাইটিং হচ্ছে।’
চলতি আসরে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রানের ফোয়ারা ছোটাচ্ছেন তৌহিদ হৃদয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্তর মতো তরুণ দেশি ব্যাটাররা। তবে ব্যাটারদের তুলনায় ভালো উইকেটে বোলাররা উইকেট না পাওয়ায় আফসোস ঝরেছে সাকিবের কণ্ঠে।
বরিশাল অধিনায়ক বলেন, ‘অনেকেই ভালো খেলছে। আপনি যদি দেখেন শান্ত, তৌহিদ, জাকিররা খুবই ভালো ব্যাটিং করছে। অন্যান্য দলের ক্রিকেটাররাও ভালো ব্যাটিং করছে। লোকাল (স্থানীয়) ব্যাটাররা ভালো ব্যাটিং করছে, এটা আমাদের জন্য ভালো একটা দিক। অনেক কৃতিত্ব দিতে হয় উইকেটকে। উইকেট ভালো, তাই ব্যাটাররা সুযোগ পাচ্ছে রান করার। দেখুন আগে ৩০-৪০ হতো এখন ৭০ হচ্ছে। এরপর ওরা এটাও শিখে যাবে যে কীভাবে একশ করতে হয়। তবে আমাদের দেশীয় বোলাররা কিন্তু ভালো বল করছে না। ভালো উইকেটে কীভাবে বোলিং করতে হয় সেটাও আমাদের শিখে নিতে হবে।’
এসএইচ/এটি