শুটআউটে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১২ জানুয়ারি ২০২৩, ১০:৩৪ পিএম


শুটআউটে চ্যাম্পিয়ন বাংলাদেশ

এএইচএফ জুনিয়র হকি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ওমানে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে স্বাগতিক ওমানকে শুটআউটে ৭-৬ গোলে হারিয়ে এই শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ।

নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে ড্র ছিল। এরপর ম্যাচ গড়ায় শুটআউটে। তাতেও ৩-৩ সমতা হয়। পাঁচ শুটআউটের মধ্যে দুই দলই তিনটি করে গোল করে। ফলে খেলা গড়ায় সাডেন ডেথে। সেখানে দুই দলই পাল্লা দিয়ে গোল করছিল। একপর্যায়ে বাংলাদেশ টানা চার গোল করলেও স্বাগতিক ওমানের তালাল বাইত গোল মিস করায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। তালাল প্রথম পাঁচ শুটআউটের মধ্যেও একবার মিস করেছিলেন।

ম্যাচের প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে মামুনুর রশীদের শিষ্যরা। আল নাওফাউলি আলীখোদের ফিল্ড গোল করে স্বাগতিক ওমানকে লিড এনে দেন। কোচ মামুনুর রশীদের শিষ্যরা সমতা আনার চেষ্টা করেছে পরের মিনিটেই। ৫১ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল ১-০। ৫২ মিনিটে মো. হাসানের গোলে ম্যাচে সমতা আনে বাংলাদেশ। বাকি আট মিনিটে কোনো দল গোল না দিতে পারায় খেলা শুটআউটে যায়।

তবে শুটআউটে বাংলাদেশ প্রথম মিস করে। ওমান শুটআউটেও লিড নেয়। পরে বাংলাদেশ শুটআউটে খেলায় ফিরে আসে।

এজেড

Link copied