মাশরাফি-মুশফিকের প্রশংসায় পঞ্চমুখ জাকির
চলতি বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে চার নম্বর পজিশনে ব্যাট করছেন জাকির হাসান। ব্যাট হাতে নিয়মিত ভালো স্ট্রাইকরেটে রান তুলছেন বাঁহাতি এ ব্যাটার। তবে এই পজিশনে তাকে সুযোগ দিতে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ছেড়েছেন নিজের পছন্দের জায়গা। দলের স্বার্থে মুশফিকের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন জাকির।
শুক্রবার চট্টগ্রামে দলীয় অনুশীলন শেষে জাকির বলেন, এটা আসলে সম্মানের। মুশফিক ভাইয়ের মতো ক্রিকেটার নিজের জায়গা ছেঁড়ে আমাকে সুযোগ করে দিয়েছেন। এটা বলার মতো ভাষা নেই। উনার কাছ থেকে এই জিনিস পেয়ে খুব ভালো লেগেছে। এর আগেও পেয়েছিলাম, রাজশাহীতে যখন খেলেছি, চারে ব্যাট করেছি। উনি সবসময়ই ব্যাপারটা ফ্লেক্সিবল করে দিয়েছেন। আমি, তৌহিদ হৃদয় বা আমরা যারা আছি, এই ব্যাপারটা আমাদের খুবই ভালো লাগে। গর্ব হয়।
এবার সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ককে নিয়ে জাকির বলেছেন, 'মাশরাফি ভাইয়ের নেতৃত্বে খেলতে সবসময় ভালো লাগে। উনার সঙ্গে আরও একবার খেলেছিলাম, চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবারও খুব ভালো লাগছে। কোনো চাপ নেই, উনি বলেছে নিজের স্বাধীনতা নিয়ে খেলতে। কোনো ভয় নেই।
সাকিব এবং মাশরাফির মধ্যে নেতৃত্বে কে এগিয়ে এমন প্রশ্নের জবাবে জাকির বলেন, 'দুজনকে কারো সঙ্গে তুলনা করার কিছু নেই। দুজনই সেরা তাদের জায়গা থেকে। একেকজনের ধরন একেক রকম। সাকিব ভাইও একই কথা বলেছিল। আমি নতুন এসেছি, কোনো চাপ নেই। যেভাবে খেলে এসেছি প্রথম শ্রেণিতে, সেভাবে খেলতে। একই কথা মাশরাফি ভাইও বলেছেন তুই যেভাবে খেলতে পছন্দ করিস, সেভাবেই খেলিস।
এসএইচ/এনইআর