বাংলাদেশে আসছেই না আফগানিস্তান, বাকি তিন ম্যাচ কাতারে

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল আফগানিস্তানের। তবে করোনা সংক্রমণের অজুহাত দেখিয়ে তারা আসতে চায়নি। এই নিয়ে অনেক আলোচনার পর শেষ পর্যন্ত আর বাংলাদেশে আসছেই না আফগানিস্তান। বিশ্বকাপে নিজেদের শেষ তিন হোম ম্যাচ কাতারে খেলতে হবে জামাল ভূঁইয়াদের।
শুক্রবার এএফসি নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, আগামী ৩১ মে থেকে ১৫ জুনের মধ্যে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের এশিয়ান অঞ্চলের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হবে।
তাদের প্রকাশিত নতুন সূচি অনুযায়ী আগামী তিন জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচ। বাকি দুই ম্যাচ হবে আগের সময়েই। ৭ জুন ভারতের বিপক্ষে এবং ১৫ জুন ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের অবস্থা সুবিধার না। পাঁচ ম্যাচে চার হার ও এক ড্রয়ে ‘ই’ গ্রুপে তলানিতে আছে জেমি ডের দল। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ড্র করে একমাত্র পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ।
এমএইচ/এটি