জিম্বাবুয়েকে ফলো অনের লজ্জা দিল আফগানিস্তান

আগের ম্যাচে জিম্বাবুয়ে পেয়েছিল দাপুটে জয়। দুইদিনেই আফগানিস্তানকে হারিয়েছিল ১০ উইকেটের বড় ব্যবধানে। কিন্তু পরের টেস্টেই খেই হারাল তারা, পড়ল ফলো অনের লজ্জায়। স্বাগতিকদের চেয়ে এখনো ইনিংস ও ২৩৪ রানে পিছিয়ে আছে সফরকারীরা।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুক্রবার কোনো উইকেট না হারিয়ে ৫০ রান নিয়ে দিন শুরু করেছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনের শুরুটাও ভালোভাবেই হয়েছিল তাদের। প্রথম উইকেট হারায় ৯১ রানে। ৯০ বলে ৪১ রান করে রশিদ খানের বলে আউট হন কেভিন কাসুজা।
দলের স্কোর যখন ১৩৩, তখন ফিরে যান আগের দিনের আরেক অপরাজিত ব্যাট্সম্যান প্রিন্স মাসুভেইরা। ৫ চারে ১৪৩ বলে ৬৫ রান করেন তিনি। তার বিদায়ের পরই যেন ছন্দ হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। দুইশ রান তোলার আগেই সাজঘরে ফেরত যান ছয় ব্যাটসম্যান।
এরপর কিছুটা প্রতিরোধ গড়েন সিকান্দার রাজা। দুর্দান্ত খেলতে থাকা রাজা অবশ্য পাননি সেঞ্চুরির দেখা। ৭ চার ও ১ছক্কায় তার ১২৯ বলের ইনিংসটি থামে ৮৫ রানে। ২৮৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। আফগানিস্তানের পক্ষে চার উইকেট নেন রশিদ খান।
সফরকারীদের ফলো অন করতে পাঠায় আফগানিস্তান। শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অবশ্য এখনো কোনো উইকেট হারায়নি জিম্বাবুয়ে। ১৩ ওভার ব্যাট করে ২৪ রান তুলেছে তারা।
এমএইচ