আফতাব ঝড়ে লারাদের সামনে বড় লক্ষ্য দিল বাংলাদেশ

‘পুরোনো সেই দিনে’ যে কেউ ফিরে যেতে পারেন চাইলে। আফতাব আহমেদ ব্যাট করছেন সেই আগের মতো করে। যদিও মাথায় পতাকা বাঁধা তরুণ আফতাব নেই এখন আর। বিশাল ভূঁড়ির সঙ্গে মুখে খোঁচা খোঁচা দাঁড়ি, বয়সের ছাপও স্পষ্ট। তবে তার শট এখনো মুগ্ধতা ছড়ায় ঠিক আগের মতো।
হ্যাটট্রিক হারের পর তার ব্যাটে চড়েই রোড সেফটি টুর্নামেন্টে প্রথম জয়ের আশায় বুক বাধছে বাংলাদেশ লেজেন্ডস। ওয়েস্ট ইন্ডিজের লেজেন্ডসের সামনে ১৭০ রানের বেশ বড় লক্ষ্যই দিয়েছেন মোহাম্মদ রফিকরা।
ভারতের রায়পুরে হওয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। আগের ম্যাচগুলোতে ভালো করার ধারাবাহিকতা ধরে রাখেন মোহাম্মদ নাজিমউদ্দিন। তার সঙ্গে জুটি বাধা মেহরাব হোসেন অপিও দারুণ খেলেন।
এই দুইজন মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৬৪ রান। অষ্টম ওভারের একেবারে শেষ বলে রান আউট হন নাজিমউদ্দিন। এর আগে ৩ চার ও ২ ছক্কায় ২৪ বলে ৩৩ রান করেন তিনি। তার বিদায়ের পর অপি জুটি বাধেন আফতাব আহমেদের সঙ্গে।
শুরু থেকেই মারমুখী হন আফতাব। ৪ চার ও ১ ছক্কায় ২১ বলে ৩১ রানে থামে আফতাবের ইনিংস। টিনো বেস্টের বাউন্সার তার ব্যাটের কানায় লেগে চলে উইকেটরক্ষকের গ্লাভসে। খানিক বাদে সাজঘরে ফেরেন অপিও। ৫ চারে ৪৪ বলে ৪৫ রান করেন তিনি।
এরপর মোহাম্মদ শরীফের ঝড়ো ইনিংসের ওপর ভর করে ১৫০ ছাড়ায় বাংলাদেশ লেজেন্ডস। ৩ ছক্কায় ১৩ বলে ২৬ রান করেন শরীফ। নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে তুলে ১৬৯ রান।
এমএইচ