সেরে উঠছি, দুর্ঘটনার পর প্রথমবার মুখ খুললেন পান্ত

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

১৭ জানুয়ারি ২০২৩, ০৭:৫৮ এএম


সেরে উঠছি, দুর্ঘটনার পর প্রথমবার মুখ খুললেন পান্ত

ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ক্রিকেট ক্যারিয়ার প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পরে অবশেষে মুখ খুললেন ঋষভ পান্ত। টুইট করে জানালেন, আগের তুলনায় অনেক সুস্থ রয়েছেন। ভক্তদের আশঙ্কা উড়িয়ে দিয়ে বললেন, তার অস্ত্রোপচার সফল হয়েছে। সেরে ওঠার প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন। খুব তাড়াতাড়ি মাঠে ফিরবেন।

গত বছরের ৩০ ডিসেম্বর ভোরে গাড়ি চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন পান্ত। তারপর থেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন তারকা এ ক্রিকেটার। প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তাকে মুম্বাইয়ে এনে পায়ে অস্ত্রোপচার করা হয়।

১৭ দির পর সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা নাগাদ মুম্বাইয়ের হাসপাতাল থেকেই টুইট করে নিজের শারীরিক অবস্থার কথা জানান তিনি। পান্ত বলেন, সবাই যেভাবে আমার পাশে থেকেছেন, তাতে আমি অভিভূত। খুশির খবর, আমার অস্ত্রোপচার সফল হয়েছে। ধীরে ধীরে সেরে উঠছি। আগামী দিনের সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে মুখিয়ে রয়েছি।

পান্তের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছে বিসিসিআই। সেজন্য ভারতীয় বোর্ড ও বিসিসিআই সচিব জয় শাহকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। টুইট করে তিনি বলেছেন, বিসিসিআই, জয় শাহ ও সব সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। অন্তরের অন্তস্থল থেকে আমার সব ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে আমার সতীর্থ, চিকিৎসকদের ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা আমাকে বারবার উৎসাহ জুগিয়েছেন। আশা করি খুব তাড়াতাড়ি মাঠে নেমে সবার সঙ্গে দেখা হবে।

সেদিনের দুর্ঘটনায় পর পান্তের হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় বোর্ডকে যে মেডিকেল রিপোর্ট দেওয়া হয়েছিল, তাতে পান্তের হাঁটুর তিনটি গুরুত্বপূর্ণ লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। এরইমধ্যে দুটি ঠিক করা হয়েছে। তৃতীয় লিগামেন্টের ক্ষেত্রে আরও ছয় সপ্তাহ লাগবে।

সেই পরিস্থিতিতে ২০২৩ সালে পান্তের পক্ষে পেশাদারি ক্রিকেটে ফেরার সম্ভাবনা খুব কম। আইপিএল খেলার সম্ভাবনাও নেই। ঘরের মাঠে আগামী অক্টোবর-নভেম্বরে যে একদিনের বিশ্বকাপ হবে, তাতেও সম্ভবত পান্ত খেলতে পারবেন না।

জেডএস

Link copied