অভিনেত্রী নয়, উপস্থাপিকাকে বিয়ে করছেন বুমরাহ

ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। গত কিছুদিন ধরে তার বিয়ে নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। যার শুরুটা হয় ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের স্কোয়াড থেকে তিনি নিজের নাম সরিয়ে নেওয়ার পর থেকে। তখন ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন তিনি।
পরে জানা যায় বিয়ে করতেই ছুটি নিয়েছেন বুমরাহ। তবে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি পাত্রীর নাম ও পরিচয়। তাই এই নিয়ে আলোচনার কমতি নেই। প্রথমে জানা গিয়েছিল অভিনেত্রী অনুপমাকে বিয়ে করছেন ভারতীয় এই তারকা পেসার। তবে এবার এনডিটিভি জানাচ্ছে অভিনেত্রী নয়, উপস্থাপিকা সঞ্জনা গণেশনকে বিয়ে করবেন বুমরাহ।
জনপ্রিয় টিভি চ্যানেল স্টার স্পোর্টসের উপস্থাপিকা এবং মডেল সঞ্জনা গণেশনের সাথেই গাঁটছড়া বাধতে চলেছেন জাসপ্রিত বুমরাহ। আগামী ১৪ অথবা ১৫ মার্চে গোয়ায় নিকট আত্মীয় এবং কাছের বন্ধুদের নিয়ে ছোট আয়োজনে বিবাহ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্সের উপস্থাপিকা হিসেবে কাজ করে থাকেন সঞ্জনা। এছাড়াও টেলিভেশনে বেশ কয়েকটি অনুষ্ঠানের উপস্থাপনা করেন তিনি। মডেল হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করলেও এখন উপস্থাপিকা হিসেবে বেশ জনপ্রিয় সঞ্জনা।
২০১৯ ক্রিকেট বিশ্বকাপে স্টার স্পোর্টসের হয়ে ‘ম্যাচ পয়েন্ট’ ও ‘চিকি সিঙ্গেল’ নামে দুইটি জনপ্রিয় অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন তিনি। প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগেও (পিবিএলে) কাজ করেন সঞ্জনা।
এমএইচ